দ্রুত ধাবমান এ দাবানল ৭০ হাজার ৮০০ একরের বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
চলতি বছরের সবচেয়ে বড় দাবানল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়ায়।
দ্রুত ধাবমান এ দাবানল ৭০ হাজার ৮০০ একরের বেশি জায়গায় ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ক্যাল ফায়ার হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রটেকশন জানায়, শুক্রবার বিকেল পর্যন্ত দাবানলের ১০ শতাংশ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সিবিএস নিউজ জানায়, মধ্য ক্যালিফোর্নিয়ার কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত লস প্যাডরেস ন্যাশনাল ফরেস্টে বুধবার দাবানলের সূত্রপাত হয়। এ আগুনে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১০০ মাইল দূরে স্যান লুইস অবিসপো এলাকায় ঘরবাড়ি ছেড়ে যাওয়ার সতর্কবার্তার পাশাপাশি মহাসড়ক বন্ধের আদেশ দেওয়া হয়।
কার্ন কাউন্টিতেও বিভিন্ন স্তরের নিরাপদে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
ইউএস ফরেস্ট সার্ভিস এক বিবৃতিতে জানায়, অবকাশ শুরুর সপ্তাহান্তের আগে ক্যালিফোর্নিয়ায় ২০২৫ সালের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড মাডরের দাবানল সম্ভাব্য বিপদের কঠোর বার্তা দিচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে দাবানল নিয়ন্ত্রণের বিষয়টি দেখভাল করবে ক্যালিফোর্নিয়া ইন্টারএজেন্সি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিম এইট।
চলতি বছর প্রাণঘাতী একাধিক দাবানল দেখেছে ক্যালিফোর্নিয়া। প্যালিসেডস ও ইটনের আগুনে ৩০ জনের প্রাণহানি হয়।
এ দুই অঞ্চলের আগুনে পুড়ে যায় ২৩ হাজার ৭০৭ একর ও ১৪ হাজার ২১ একর বনভূমি। এ আগুনে ১২ হাজারের বেশি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আগুন থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদে আশ্রয় নেন লস অ্যাঞ্জেলেস এলাকার প্রায় দুই লাখ বাসিন্দা।
Publisher & Editor