পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলকে হামলা থামানোর শর্ত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তবে আরাকচির সে অনুরোধ রাখতে রাজি নন রিপাবলিকান প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে ১৩ জুন থেকে চলা যুদ্ধে ইসরায়েল জিততে যাচ্ছে বলে মনে করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ কারণে ইরানের ওপর দেশটির হামলা বন্ধ করতে চাইছেন না তিনি।
নিউ জার্সির মরিসটাউনে অবস্থিত মরিসটাউন মিউনিসিপ্যাল এয়ারপোর্টে শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
অ্যামেরিকান সুপার প্যাক মেইক অ্যামেরিকা গ্রেট অ্যাগেইন-মাগা ইনকরপোরেটেডের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বেডমিনস্টারে নিজ গলফ রিসোর্টে যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প।
পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলকে হামলা থামানোর শর্ত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তবে আরাকচির সে অনুরোধ রাখতে রাজি নন রিপাবলিকান প্রেসিডেন্ট।
ইসরায়েলি হামলা বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, এ মুহূর্তে ওই অনুরোধ করা খুব কঠিন। যদি কেউ জিততে থাকে, তাহলে যে হারতে থাকে, তার চেয়ে তাকে (সম্ভাব্য জয়ী) সেটা (বন্ধের অনুরোধ) করা একটু কঠিন।
‘যুদ্ধের দিক থেকে ইসরায়েল ভালো করছে এবং এবং ইরান কম ভালো করছে। কাউকে থামানো একটু কঠিন।’ ইসরায়েল-ইরান যুদ্ধে অ্যামেরিকার জড়িত হওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, তিনি সবসময় শান্তি স্থাপনকারী হবেন, তবে মাঝে মাঝে শান্তির জন্য কিছুমাত্রায় কঠোরতা দরকার।
ইরানের বিরুদ্ধে স্থল সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘এটা সর্বশেষ কাজ, যা আপনি করতে চান।’ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে অ্যামেরিকার জড়িত হওয়ার বিষয়ে সিদ্ধান্তের জন্য বৃহস্পতিবার দুই সপ্তাহ সময় নেন ট্রাম্প।
এক দিন পর এ বিষয়ে করা প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানকে নির্দিষ্ট সময় দিচ্ছেন। তিনি বলেন, ‘আমি বলব, দুই সপ্তাহ হবে সর্বোচ্চ।’ বক্তব্যে ইরানের ভূগর্ভস্থ ফোরডো পারমাণবিক ক্ষেত্র ধ্বংসের সক্ষমতা ইসরায়েলের নেই বলে ইঙ্গিত দেন ট্রাম্প।
তিনি ইসরায়েলের বিষয়ে বলেন, ‘তাদের আসলে খুব কম সক্ষমতা আছে। তারা ছোট অংশ ভেদ করতে পারবে, তবে তারা খুব গভীরে যেতে পারবে না। তাদের সে সক্ষমতা নেই।’
Publisher & Editor