মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ট্রাম্প বললেন, টিকটক কেনার জন্য ধনী ক্রেতা খুঁজে পেয়েছেন

প্রকাশিত: ০৬:৩৪, ৩০ জুন ২০২৫ | ১৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের জন্য তিনি একজন সম্ভাব্য ক্রেতা খুঁজে পেয়েছেন। ফক্স নিউজে রোববার (২৯ জুন) প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, সম্ভাব্য ক্রেতারা অত্যন্ত ধনী এবং আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের পরিচয় প্রকাশ করা হবে।

ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্টিরোমো’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, টিকটক বিক্রির চূড়ান্ত চুক্তি কার্যকর করতে হলে চীনের সম্মতি প্রয়োজন হতে পারে। তিনি আশা প্রকাশ করেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চুক্তির অনুমোদন দেবেন।

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটডান্সের টিকটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রযুক্তি দ্বন্দ্ব নতুন কিছু নয়। মার্কিন প্রশাসনের নিরাপত্তা শঙ্কার কারণে চলতি বছরের শুরুতে ট্রাম্প টিকটকের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ বিক্রির জন্য সময়সীমা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ান। এটি ছিল সময়সীমা বৃদ্ধির তৃতীয় দফা।

এর আগে চলতি বসন্তে একটি সম্ভাব্য চুক্তির আলোচনা চলছিল, যার মাধ্যমে টিকটকের যুক্তরাষ্ট্র শাখাকে একটি স্বাধীন মার্কিন কোম্পানিতে রূপান্তরের কথা ছিল। সে কোম্পানির মালিকানা ও নিয়ন্ত্রণ থাকত মার্কিন বিনিয়োগকারীদের হাতে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বেইজিং জানিয়ে দেয়, তারা সেই চুক্তির অনুমোদন দেবে না। ফলে আলোচনাটি স্থগিত হয়ে যায়।

২০২৪ সালে পাস হওয়া এক মার্কিন আইন অনুযায়ী, যদি বাইটডান্স টিকটকের যুক্তরাষ্ট্র শাখা বিক্রির বিষয়ে যথাযথ অগ্রগতি না দেখাতে পারে, তবে আগামী ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বন্ধ করে দিতে হবে।
ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, তিনি মনে করেন গত প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়াতে টিকটক একটি বড় ভূমিকা রেখেছে।

সূত্র: রয়টার্স

Mahfuzur Rahman

Publisher & Editor