প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সরকারি ব্যয় বিল মার্কিন যুক্তরাষ্ট্রকে 'ঋণের দাসত্বে' ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন মার্কিন ধনকুবের এবং সরকারি দক্ষতা বিভাগের (DOGE) প্রাক্তন প্রধান ইলন মাস্ক।
মাস্ক এক্স-পোস্টে লিখেছেন, 'এই বিল ঋণের সীমা ৫ ট্রিলিয়ন ডলার বাড়িয়েছে, যা ইতিহাসের সবচেয়ে বড় বৃদ্ধি। এটি আমেরিকাকে ঋণ দাসত্বের দ্রুত পথে ঠেলে দিচ্ছে!'
তিনি উল্লেখ করেন, 'সর্বশেষ সিনেট খসড়া বিলটি যুক্তরাষ্ট্রের লাখ লাখ কর্মসংস্থান ধ্বংস করবে এবং আমাদের দেশের জন্য বিরাট কৌশলগত ক্ষতি করবে!'
ট্রাম্পের 'একটি বড় সুন্দর বিল' হিসেবে পরিচিত নথিতে বেশ কয়েকটি শিল্পে কর এবং সরকারি ব্যয় গুরুতর হ্রাসের কথা বলা হয়েছে। তবে এটি প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করে, যার মধ্যে রয়েছে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা।
এছাড়া বিলটিতে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করার এবং এই উদ্দেশ্যে সরকারি ব্যয় বৃদ্ধির ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই বিলটি ২২ মে প্রতিনিধি পরিষদে পাস হয়। সিনেটে অনুমোদিত হওয়ার পর এটি সইয়ের জন্য মার্কিন প্রেসিডেন্টের কাছে যাবে।
Publisher & Editor