নিউইয়র্ক টাইমস সোমবার জানায়, ভাড়া না বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। নিউ ইয়র্ক সিটিতে পূর্বনির্ধারিত স্থিতিশীল ভাড়ার ১০ লাখ অ্যাপার্টমেন্টের ভাড়া কমপক্ষে তিন শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে রেন্ট গাইডলাইনস বোর্ড। নিউ ইয়র্ক টাইমস সোমবার জানায়, ভাড়া না বাড়ানোর আহ্বান প্রত্যাখ্যান করে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
গত সপ্তাহে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জোরান মামদানির শীর্ষে থাকায় বড় ভূমিকা রেখেছিল সিটির অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতি। রেন্ট গাইডলাইনস বোর্ড সদস্যদের নিয়োগ দেন মেয়র এরিক অ্যাডামস। তিনি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রতি বছর স্থিতিশীল ভাড়ার অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া বৃদ্ধি সমর্থন করেন।
সিটির মেয়র নির্বাচিত হলে অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া নিয়মিত বাড়াবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন মামদানি। নভেম্বরে অনুষ্ঠেয় মেয়র পদের নির্বাচনে তার সঙ্গে এরিক অ্যাডামসের মুখোমুখি হওয়া প্রায় নিশ্চিত।
অ্যামেরিকার সবচেয়ে জনবহুল নগরে ক্রয়ক্ষমতা কমার পাশাপাশি আবাসন সংকট রয়েছে। এমন বাস্তবতায় মামদানি ও অ্যাডামসের বিপরীতমুখী অবস্থানের মধ্যে বোর্ডের সিদ্ধান্ত উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
নিউ ইয়র্ক টাইমস জানায়, বোর্ড সোমবার রাতে ৫-৪ ভোটে এক বছরের জন্য লিজ নেওয়া অ্যাপার্টমেন্টের ভাড়া তিন শতাংশ বাড়ানোর অনুমোদন দিয়েছে। এ ছাড়া দুই বছরের লিজের ক্ষেত্রে ভাড়া বাড়ানো হয়েছে চার দশমিক পাঁচ শতাংশ।
এক বছর লিজের ক্ষেত্রে ভাড়া এক দশমিক ৭৫ থেকে চার দশমিক ৭৫ শতাংশ বাড়ানোর পক্ষে এই বসন্তে প্রাথমিক ভোট গ্রহণ করে বোর্ড। প্রাথমিক ভোটে দুই বছর লিজের ক্ষেত্রে তিন দশমিক ৭৫ থেকে সাত দশমিক ৭৫ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব ছিল। বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে অক্টোবর বা তার পরের লিজের ক্ষেত্রে। বোর্ডর সিদ্ধান্তের বিষয়ে মেয়র এরিক অ্যাডামস বলেন, দুই বছর লিজের ক্ষেত্রে যে ভাড়া বাড়ানো হয়েছে, সেটি অনেক বেশি।
Publisher & Editor