মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

‘হোক না, হলে তো ভালোই’, শ্রীলঙ্কা সফরে গনগনে উত্তেজনাই চান বাংলাদেশ অধিনায়ক

প্রকাশিত: ০৭:৩৭, ১২ জুন ২০২৫ | ১৪

আজকাল ক্রিকেট মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মুখোমুখি হওয়া মানেই বাড়তি কিছু। উত্তেজনার পারদও চড়তে থাকে চড়চড় করে। মাঠের ক্রিকেটে যেমন তা থাকে, থাকে মাঠের বাইরের আলোচনাতেও। নিদাহাস ট্রফি হয়ে ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট—এই উত্তেজনা কেবল বেড়েছেই সময়ের সঙ্গে। আবারও মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে চড়ে আজ দুপুরে উড়াল দিয়েছেন ১০ জন, বাকিরা যাবেন কাল।

এই সিরিজেও কি পুরোনো উত্তেজনা দেখা যাবে? তেমন কিছু হলে যে আপত্তি নেই, তা জানিয়ে গেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল, ‘হোক না, হলে তো ভালোই, খারাপ কী, হোক।’ শ্রীলঙ্কার সঙ্গে টেস্টে বাংলাদেশের অতীত খুব একটা রঙিন নয়। ২৬ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ১টি। ওই জয়ের স্মৃতিটা যদিও বাংলাদেশের জন্য বিশেষ—নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার মাটিতেই এসেছিল জয়টি।

তবে এর আগে-পরে আর কখনো জিততে পারেনি বাংলাদেশ। গত বছর ঘরের মাঠে দুই টেস্ট ম্যাচের সিরিজে তো ধবলধোলাই হলো বাংলাদেশ। এবার শ্রীলঙ্কায় যাওয়ার আগে লম্বা সময় ধরে অনুশীলন করেছেন লাল বলের ক্রিকেটাররা। ঈদের পর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন তাঁরা। অবশ্য আরও ভালো প্রস্তুতি নিতে না পারার আফসোসই থাকল নাজমুলের কণ্ঠে, ‘প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে। এটা বলব যে আরেকটু ভালো হতে পারত। পাকিস্তান সিরিজটা একটু দেরি হলো, যার কারণে সময়টা একটু কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে। কিন্তু অজুহাত হিসেবে এটা দিতে চাই না। শ্রীলঙ্কায় আমরা আগেও টেস্ট জিতেছি। আশা করি, এবারও ভালো হবে।’

দল নিয়ে আমি খুবই খুশি। দলে যেসব ক্রিকেটারদের চেয়েছি, শতভাগ পেয়েছি। তাই অধিনায়ক হিসেবে দল নিয়ে আমি খুশি। শ্রীলঙ্কায় খেলতে গিয়ে বাংলাদেশের একটি অস্বস্তি থাকে সব সময়ই, খেলতে হয় আনঅর্থডক্স অ্যাকশনের বোলারদের বিপক্ষে। এখনো বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেনি শ্রীলঙ্কা। তবে এবারও মিলন রত্মায়েকে, কামিন্দু মেন্ডিস, আকিলা দনাঞ্জয়া, মাতিশা পাতিরানার মতো বোলারদের মুখোমুখি হতে হবে নাজমুলদের।

এ জন্য প্রস্তুতি কেমন? জানতে চাইলে নাজমুল বলেন, ‘এ ধরনের বোলার তো আমাদের দেশে নেই। প্রস্তুতি যদি ওভাবে নিতে চাই, সম্ভব না। কারণ, আমাদের দেশে নেই। আমাদের যে রিসোর্সগুলো আছে, প্রস্তুতিতে যে বোলাররা আছে, ওদেরকে ফেস করেই আসলে প্রস্তুতি নিতে হয়। অন্যান্য প্রস্তুতি আমি বলব যে অনেক দিন ধরে অনেক খেলোয়াড় খেলছে, অভিজ্ঞ দল, তাদের কীভাবে হ্যান্ডেল করতে হবে (এই প্রস্তুতি) মানসিকভাবে নেওয়া যায়, ভিডিও দেখে হতে পারে।’

কয়েক দিন আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল বলেছিলেন, সব সময় চাহিদা মতো ক্রিকেটার দলে পাননি তিনি। এ নিয়ে একটা অসন্তোষও ছিল তাঁর। তবে এবার শ্রীলঙ্কা সিরিজের দল নিয়ে বেশ খুশি বাংলাদেশের টেস্ট অধিনায়ক, ‘দল নিয়ে আমি খুবই খুশি। দলে যেসব ক্রিকেটারদের চেয়েছি, শতভাগ পেয়েছি। তাই অধিনায়ক হিসেবে দল নিয়ে আমি খুশি।’

এবার বাংলাদেশ শ্রীলঙ্কায় যাচ্ছে দুই বিশেষজ্ঞ ওপেনার এনামুল হক ও সাদমান ইসলামকে নিয়ে। এর পেছনেও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নাজমুল। তাঁর নিজেরই ওপেনিং করার ইচ্ছা আছে কি না, এই প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে না দিলেও তিনি জানিয়েছেন, যেকোনো জায়গাতেই খেলতে তৈরি। প্রস্তুতি ম্যাচটিতেও ইনিংস উদ্বোধনেই নেমেছেন।

নাজমুল বলেছেন, ‘যখন খেলা শুরু হবে, তখনই বুঝতে পারবেন আমরা কী চিন্তা করে দলটা বানিয়েছি। ওই বিষয়গুলো বুঝতে পারবেন কেন দলে একটা ওপেনার কম। কম্বিনেশনটা দেখলে সবার পক্ষে আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। আমাদের দলে চারজন করে পেসার ও স্পিনার আছে। মানে ভারসাম্য আছে। আমরা কন্ডিশন দেখে দুই ধরনের কম্বিনেশনেই যেতে পারি। দল নিয়ে আমি খুশি। ভারসাম্য করার মতোই দল।’

Mahfuzur Rahman

Publisher & Editor