যুক্তরাষ্ট্রের অন্যতম সামাজিক সংগঠন গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ইটজি রেস্টুরেন্টে গত ২৪ নভেম্বর রোববার সংগঠনের সাধারণ সভায় ওয়াহিদ কাজী এলিনকে পুনরায় সভাপতি এবং হাওলাদার শাহিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি ওয়াহিদ কাজী এলিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনের পরিচালনায় এ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান, উপদেষ্টা শাহ নেওয়াজ ও সৈয়দ এনায়েত আলীসহ কার্যকরী কমিটি ও সাধারণ সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় সংগঠনের দু’বছরের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক শেখ আল আমিন যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করায় ভাপপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন সভায় সংগঠনের দু’বছরের কর্মকান্ডের রিপোর্ট পেশ করেন।
সভায় কোষাধ্যক্ষ ও সাধারণ সম্পাদকের রিপোর্ট অনুমোদন শেষে প্রধান নির্বাচন কমিশনার ডা. খন্দকার মাসুদুর রহমান ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি অনুমোদন লাভ করে।
নির্বাচিতরা হলেন : সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সিনিয়র সহ সভাপতি শেখ ফারুকুল ইসলাম, সহ সভাপতি শেখ হাসান আলী, ইসমত জাহান পলি ও শেখ আল আমিন, সাধারণ সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, কোষাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ সবুর, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ঈদ ই আমিন, প্রচার ও গণসংযোগ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আনারুল হক, মহিলা বিষয়ক সম্পাদক ইসমত জাহান পপি, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ শাহীনুর হোসেন, কার্যকরী সদস্য বিলকিস ফাতিমা লাভলী, জাভেদ ইকবাল, শামসুদ্দিন নান্টু এবং আরিফ শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান নতুন কার্যকরী কমিটি গঠনে সর্বাত্মক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
পুননির্বাচিত সভাপতি ওয়াহিদ কাজী এলিন তাকে নির্বাচিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সার্বিক সহযোগিতা কামনা করেন। সভাপতি ওয়াহিদ কাজী এলিন এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাওলাদার শাহিনুল ইসলাম নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Publisher & Editor