মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

আটলান্টিক সিটির কাউন্সিলম্যান পদে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী মোমিনুল হক

প্রকাশিত: ২৩:৩২, ৩০ অক্টোবর ২০২৪ | ৫৮

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রথম বাংলাদেশি আমেরিকান কাউন্সিলম্যান হিসাবে নির্বাচন করছেন মোমিনুল হক মামুন। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বর্তমানে মোমিনুল হক মামুন পঞ্চম ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন কাউন্সিলম্যানের দায়িত্ব পালন করছেন। আগামী পাঁচ নভেম্বর হতে যাওয়া নির্বাচনে বাংলাদেশি কমিউনিটিসহ স্থানীয়রা তার পক্ষে সমর্থন চাইছেন। তারা মনে করছেন, মামুন নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির ভাগ্যোন্নয়নে অবদান রাখবেন।

এই নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মোমিনুল হক মামুন। তাঁর পক্ষে ব্যাপক প্রচারণা চলছে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সমপাদক জাকিরুল ইসলাম খোকা,ট্রাষটি বোর্ডের সভাপতি আব্দুর রফিক,বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান , সাধারন সম্পাদক সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ মোমিনুল হক মামুনকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। নির্বাচনি প্রচারণার একেবারে শুরু থেকেই আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশিরা মামুনের পক্ষে একমত হয়েছেন। অন্যান্য কমিউনিটির ভোটারদের ব্যাপক সমর্থন পাওয়ায় তাঁর পক্ষে গনজোয়ার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা।

Mahfuzur Rahman

Publisher & Editor