কানপুর টেস্টটা জিততে রান তাড়ায় নতুন রেকর্ড গড়তে হবে ভারতকে! গ্রিন পার্কে এর আগে আগে চতুর্থ ইনিংসে ৮২ রানের বেশি করে যে জিততে পারেনি কোনো দল। বাংলাদেশ তো ভারতকে দিয়েছে ৯৫ রানের লক্ষ্য। আগের রেকর্ডের চেয়েও যে রানটা ১৩ বেশি।
গ্রিন পার্কে টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটা স্বাগতিক ভারতেরই। ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের দেওয়া ৮২ রানের লক্ষ্য ১৮.২ ওভারে ২ উইকেট হারিয়েই পেরিয়ে গিয়েছিল শচীন টেন্ডুলকারের ভারত।
গ্রিন পার্কে চতুর্থ ইনিংসে সফল রান তাড়ার ঘটনাই আছে মোটে তিনটি। একটির কথা তো বলাই হলো। সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৬২ রানের লক্ষ্য ১৩.১ ওভারেই পেরিয়ে যায় ভারত, এবারও ৮ উইকেট হাতে রেখেই। অন্য উদাহরণটি ইংল্যান্ডের। ১৯৫২ সালে ভারতের দেওয়া ৭৬ রানের লক্ষ্য ১৯.২ ওভারে ৮ উইকেট হাতে রেখেই পেরোয় ইংলিশরা।
কানপুরে এ ছাড়া চতুর্থ ইনিংসে রান তাড়ার ঘটনা আছে আরও ৯টি। এর পাঁচটিতেই হেরেছে রান তাড়া করা দল, অন্য চার ম্যাচ হয়েছে ড্র। এই মাঠে সর্বনিম্ন ২২৫ রান তাড়া করে হারা দলটির নাম অস্ট্রেলিয়া। ১৯৫৯ সালে ভারতের দেওয়া এই লক্ষ্য তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
জানিয়ে রাখা ভালো, টেস্টে বাংলাদেশ চতুর্থ ইনিংসে ২০৪ রানের কম ডিফেন্ড করে জিততে পারেনি কখনো।
Publisher & Editor