জাগ্রত অন্তরের শক্তি অর্জনের জন্য
চুপ থাকো। তন্দ্রাচ্ছন্ন নিমীলিত চক্ষু
মুদ্রিত করে নিঃশব্দ নিস্তব্ধতায়
অবগাহন করো। নক্ষত্রপুঞ্জের অসংখ্য
তারকার মতো মস্তিষ্কের কোটি কোটি
কোষ নিয়ত অতিক্রান্ত সময়ে বিচরণ
করতে দাও। শান্ত ধীর নিস্তব্ধ নিমগ্ন
তারকামণ্ডলের কোটি কোটি তারকার
মতো, মহাকালের মহানির্জনতায়
অগণিত স্নায়ুকোষ আলোকিত হোক।
মন দেহ শ্রুতি দৃষ্টি সে নিবিড় আলোকে
উদ্ভাসিত হোক। অনুভব করো নিস্তরঙ্গ
নির্ভার মন ও মস্তিষ্ক. শান্ত নির্বিকার
নিরালোকে উদ্ভাসিত অন্তরলোকে।
প্রাকৃতিক শক্তিতে জেগে ওঠো, মহামৌন
মহাবিশ্বের মতো জাগ্রত হও, ধ্যানমগ্ন হও,
প্রবল নিস্তব্ধতায় শান্ত সমাহিত হও,
মৌনমোহে জাগ্রত হও, অবচেতনের
চেতনায় স্থির অচঞ্চল শান্ত ধীর পরিপূর্ণ
উদ্ভাসিত অন্তরাত্মাকে ডাকো, চুপ থাকো।
Publisher & Editor