রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

তোয়ালে পরে অ্যাকশন, ‘টাইগার ৩’র সেই দৃশ্য নিয়ে মুখ খুললেন ক্যাট

প্রকাশিত: ০২:২৫, ২০ নভেম্বর ২০২৩ | ৮৫

দীপাবলিতে মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। বর্তমানে ওই ছবির সাফল্য উপভোগ করছেন ক্যাটরিনা কাইফ। এর মধ্যেই শনিবার (১৮ নভেম্বর) অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে কথাবার্তা সেরেছেন অভিনেত্রী। সেখানে সালমান খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ছবিতে তার ভাইরাল ‘টাওয়েল সিন’ সবকিছু নিয়েই অনুরাগীদের প্রশ্নের উত্তর দেন ক্যাট।

শনিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ‘অ্যামা’ সেশন সারেন ক্যাটরিনা কাইফ। সেখানে এক অনুরাগী জিজ্ঞেস করেন তাকে, ‘সালমানের সঙ্গে সেটে থাকার অভিজ্ঞতা কেমন?’ এর উত্তরে অভিনেত্রী সালমানের সঙ্গে একটি বিহাইন্ড দ্য সিন ছবি পোস্ট করেন। যেখানে তাদের দুজনকেই মঞ্চের পেছনে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা যায়। সেই সঙ্গে অভিনেত্রী লেখেন, ‘ঠিক এরকম, আমি চিন্তা করে যাচ্ছি এবং সালমান আনন্দে রয়েছে।’

অপর এক অনুরাগী তাকে জিজ্ঞেস করেন, ‘টাইগার ৩ সিনেমার সেটে তোমার প্রিয় ছবি’। এর উত্তরে ক্যাটরিনা সালমানের সঙ্গে আরও একটি ছবি শেয়ার করেন, যেখানে দুজনকেই হাসতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লেখেন, ‘টাইগার ও জোয়া খুশির সময়ে (বিরল ছবি যেখানে সালমান হাসছে)।’ অপর এক অনুরাগী জিজ্ঞেস করেন ক্যাটরিনার কাকে বেশি পছন্দ, টাইগার না প্রেম? অভিনেত্রী বলেন, ‘টাইগারকে ভালো লাগে কারণ টাইগারের রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসা রয়েছে।’ একজন জিজ্ঞেস করেন, ‘সলমন কোথায় আছেন?’ তার উত্তরে ক্যাটরিনা পোস্ট করেন সালমানের হাতে কফি মগ ধরা একটি ছবি। সঙ্গে লেখেন, ‘বাড়িতে আছে। আজ ওর মা-বাবার বিবাহবার্ষিকী। লাঞ্চ করে কফি খাচ্ছেন। আর এই সেলফিটা আপনাদের জন্য পাঠিয়েছেন।’

এরপর এক অনুরাগী তার ভাইরাল তোয়ালে পরে অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে প্রশ্ন করেন এবং কীভাবে সালমান নিজেও ‘জিনে কে হ্যায় চার দিন’ গানে তোয়ালে ব্যবহার করেছিলেন ২০০৪ সালে মুক্তি পাওয়া ডেভিড ধাওয়ান রোম্যান্টিক কমেডি ঘরানার ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে। এর উত্তরে ক্যাটরিনা একটি ছবি শেয়ার করেন ‘জিনে কে হ্যায় চার দিন’ গানের যেখানে সালমানকে তোয়ালে পরে ডান্স স্টেপ করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, ‘সালমান খান, আপনি তোয়ালে ব্যবহার করেছিলেন আর আমি তোয়ালে পরেছি।’

১২ নভেম্বর দীপাবলির দিনে মুক্তি পেয়েছে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। এছাড়াও এটি ওয়াইআরফি স্পাই ইউনিভার্সে নবীনতম সংযোজন। এর আগে তালিকায় রয়েছে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’। ‘টাইগার ৩’ ছবির পরিচালনা করেছেন মণীশ শর্মা।

Mahfuzur Rahman

Publisher & Editor