তিরতিরিয়ে ঘামছি আমি
শীতের চোটে কাঁপছি,
কী করা যায় এমন সময়?
গভীরভাবে ভাবছি।
কাঁথা গায়ে দেব নাকি
লালরঙা ওই লেপটা?
চিন্তা মাথায় দিচ্ছে চাড়া
হচ্ছি চিড়েচ্যাপটা।
রাতের বেলায় পানি তো নয়
যেন বরফ টুকরা,
বেশ নাজেহাল ইদানীং সব
বুড়ো থেকে ছোকরা।
টানাপড়েন গ্রীষ্ম-শীতের
আঁকুপাঁকু-আনচান,
সময়টার আজ বড্ড দেমাগ
হয়ে গেছে খানদান।
Publisher & Editor