শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

নতুন বিশ্ব ব্যবস্থায় গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে তুরস্ক: এরদোগান

প্রকাশিত: ০৬:১০, ২৩ জানুয়ারি ২০২৬ |

তুরস্ক একটি পুনর্গঠিত বৈশ্বিক ব্যবস্থায় অন্যতম প্রধান শক্তিকেন্দ্রে পরিণত হতে যাচ্ছে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

তিনি বলেন, নীতিনিষ্ঠ পররাষ্ট্রনীতি ও সংকটে দৃঢ় অবস্থানের কারণেই আজ তুরস্ক বিশ্ব রাজনীতিতে স্বীকৃতি পাচ্ছে। তুরস্কের একটি গণমাধ্যম ইয়েনি সাফাক এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তুর্কি উদ্যোক্তা ব্যবসায়ী কনফেডারেশনের সপ্তম বিশেষ সাধারণ সভায় বক্তব্যে এরদোগান বলেন, বিশ্ব ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছে, যা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। তার মতে, সিরিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটে তুরস্কের স্বাধীন ও দৃঢ় অবস্থান দেশটিকে ‘ইতিহাস ও বিবেকের সঠিক পাশে’ দাঁড় করিয়েছে।

‘শক্তিশালী ও মহান তুরস্ক’-এর পথে যাত্রা

এরদোয়ান বলেন, তুরস্ক এখন একটি ‘সম্পূর্ণ নতুন যাত্রায়’ প্রবেশ করছে, যেখানে দেশের অর্জন বিশ্বব্যাপী স্বীকৃত হবে এবং গড়ে উঠবে একটি ‘মহান ও শক্তিশালী তুরস্ক’। দেশের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে তিনি বলেন, হতাশাজনক অর্থনৈতিক পূর্বাভাস ও তথাকথিত ‘অন্ধকার দৃশ্যপট’ উপেক্ষা করতে। এসব প্রচারণাকে তিনি ‘অর্থনৈতিক ষড়যন্ত্রকারীদের’ কাজ বলে উল্লেখ করেন।

বৈশ্বিক রাজনীতিতে তুরস্কের উচ্চাকাঙ্ক্ষা

বিশ্লেষকদের মতে, এরদোয়ানের বক্তব্য তুরস্কের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষারই প্রতিফলন। ইউক্রেন যুদ্ধ, দক্ষিণ ককেশাস, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সক্রিয় কূটনীতির মাধ্যমে তুরস্ক নিজেকে একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। পশ্চিমা আধিপত্যনির্ভর ব্যবস্থার বিকল্প হিসেবে একটি বহুমুখী বিশ্বব্যবস্থার ধারণাও তুলে ধরছেন এরদোগান।    

এরদোগানের এ বক্তব্য অভ্যন্তরীণ রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি ও আসন্ন নির্বাচন সামনে রেখে জাতীয় আত্মবিশ্বাস জোরদার করতেই এমন বক্তব্য দিচ্ছেন তিনি।

পররাষ্ট্র ও অর্থনৈতিক নীতির ইঙ্গিত

এরদোগানের ভাষণে স্পষ্টভাবে উঠে এসেছে কৌশলগত স্বনির্ভরতা, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং কূটনৈতিক মধ্যস্থতার ওপর জোর দেওয়ার বিষয়টি। একই সঙ্গে তিনি দেশীয় ব্যবসায়ী মহলে আস্থা ফেরাতে চান, যদিও দেশটি মুদ্রার অবমূল্যায়ন, ঋণচাপ ও মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জের মুখে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ উচ্চাকাঙ্ক্ষী ভিশন বাস্তবে কতটা সফল হবে, তা নির্ভর করবে অর্থনৈতিক স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং মিত্র ও প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক সামাল দেওয়ার সক্ষমতার ওপর।

Mahfuzur Rahman

Publisher & Editor