শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ভোটের আগের দিন ছুটি নিয়ে যা জানা গেল

প্রকাশিত: ০৬:০৩, ২২ জানুয়ারি ২০২৬ | ১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, নির্বাচন উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১ ফেব্রুয়ারিও সাধারণ ছুটি থাকবে। পাশাপাশি শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি অনুমোদন দেওয়া হয়েছে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা মোট তিন দিন ছুটি পাবেন।

তিনি আরও জানান, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে মোট ১৩টি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন (রোহিত আইন) খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ নিয়েও আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-২০২৬ আইনটিরও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬, তথ্য অধিকার অধ্যাদেশ-২০২৬, বাংলাদেশ–জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরের প্রস্তাব এবং জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬—সবগুলোরই খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০২৬, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-২০২৬ এবং বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট-২০২৬ এর খসড়াতেও নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের কথা জানান তিনি।

জুয়া প্রতিরোধ অধ্যাদেশ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এই আইনে ১৯ ধরনের জুয়াকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং অপরাধের ধরন অনুযায়ী ১৫ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। এতে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা এবং ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ম্যাচ ফিক্সিংসহ বিভিন্ন ধরনের জুয়া ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে এ আইন কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তথ্য অধিকার অধ্যাদেশ সম্পর্কে তিনি বলেন, নতুন আইনে তথ্যের সংজ্ঞা আরও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি প্রতিবেদন প্রণয়ন ও তথ্য সংরক্ষণের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে, যা তথ্য অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Mahfuzur Rahman

Publisher & Editor