শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি নিয়ে মুখ খুললেন হাসান মাসুদ

প্রকাশিত: ০৬:০৩, ২০ জানুয়ারি ২০২৬ | ১৪

অভিনয়শিল্পী হাসান মাসুদের একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে। ছবিটিতে একটি পোস্টার হাতে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে লেখা রয়েছে—‘যদি ফ্যাসিস্ট দিয়ে ভালো কিছু হয়, তবে ফ্যাসিস্টই ভালো।’ তবে ছবিটির সঙ্গে নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন এই অভিনেতা।

সোমবার হাসান মাসুদ গণমাধ্যমে বলেন, এই ছবিটি কে বা কারা ফেসবুকে পোস্ট করেছেন, তা তিনি জানেন না। তিনি বলেন, ‘এমন ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে আমি বিব্রত। এটি কোনোভাবেই আমার ছবি না। সম্ভবত এআই দিয়ে তৈরি করা হয়েছে। কেউ আমাকে নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।’

এ বিষয়ে আরও বলতে গিয়ে তিনি জানান, বর্তমান সময়ে এ ধরনের ভুয়া ছবি অনেক মানুষ বিশ্বাস করে ফেলতে পারে। ‘‘এগুলো খুবই বিব্রতকর। এমন কোনো কিছুর সঙ্গে আমি কোনোভাবে যুক্ত নই। হয়তো আমাকে পছন্দ করেন না, এমন মানুষেরা এটা তৈরি করেছেন। এমন ঘটনায় আমাদের বিব্রত হতে হয়। এখন সময় ভালো না। ছবিটাকে অনেকেই বিশ্বাস করবেন। মনে করবেন, আমি এর সঙ্গে যুক্ত। কিন্তু সত্য এটাই, এটি ভুল ছবি’, বলেন তিনি।

এদিকে, গত বছর হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর দীর্ঘদিন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়েছে হাসান মাসুদকে। তিনি জানান, বর্তমানে বেশির ভাগ সময় বাসায় থাকেন এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হচ্ছে। ‘রাত ৮টার মধ্যে ওষুধ খেতে হয়। কিন্তু শুটিং শেষ হয় অনেক সময় রাত ১০টার পর। সে কারণে আপাতত নিয়মিত শুটিং করা সম্ভব হচ্ছে না,’ বলেন তিনি।

অভিনেতা আরও জানান, সম্প্রতি সিনেমার কিছু প্রস্তাব পেলেও সেগুলোতে যুক্ত হননি। ‘একটি রাজনৈতিক গল্পের সিনেমার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু করিনি। আমি রাজনীতির সঙ্গে যুক্ত নই। কারও পক্ষে বা বিপক্ষে যায়, এমন কোনো কাজ করতে চাই না,’ বলেন হাসান মাসুদ। বর্তমানে তিনি সীমিত আকারে কিছু বিজ্ঞাপনের কাজ করছেন বলে জানান।

Mahfuzur Rahman

Publisher & Editor