শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ঝড়ো ফিফটিতে সুখবর পেলেন শারমিন

প্রকাশিত: ০৫:৩৯, ২০ জানুয়ারি ২০২৬ |

উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগ্রাসী ফিফটি করে সুখবর পেলেন শারমিন আক্তার। টি-টোয়েন্টির র‍্যাংকিংয়ে ১৩ ধাপ উন্নতি হয়েছে শারমিনের। 

নারী ক্রিকেটারদের র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। যেখানে শারমিন ছাড়া উন্নতি করতে পারেননি বাংলাদেশের আর কেউ।

যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারানোর ম্যাচে তিনে নেমে ঝড়ো ব্যাটিংয়ে ৬৩ রান করেন শারমিন। ৩৯ বলের ইনিংসে ১ ছক্কা ও ৮টি চার মারেন তিনি। এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন এই ব্যাটসম্যান।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন ৫৭তম স্থানে আছেন শারমিন। র‍্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে তার ওপরে আছেন কেবল একজন, এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে অধিনায়ক নিগার সুলতানা।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে আগের মতোই সবার উপরে অস্ট্রেলিয়ার বেথ মুনি। আর এই সংস্করণের বোলারদের তালিকায় যথারীতি শীর্ষে আরেক অস্ট্রেলিয়ান- অ্যানাবেল সাদারল্যান্ড।

বোলারদের তালিকায় বাংলাদেশের সবার ওপরে রাবেয়া খান। দুই ধাপ পিছিয়ে এই লেগ স্পিনার আছেন পঞ্চদশ স্থানে।

টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

Mahfuzur Rahman

Publisher & Editor