বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

সামনের আইপিএলে নাম দেওয়া নিয়ে যা বললেন তানজিম সাকিব

প্রকাশিত: ০৬:৩৮, ০৬ জানুয়ারি ২০২৬ |

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন উত্তপ্ত। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে বাংলাদেশ থেকে জানানো হয়েছে প্রতিবাদ। আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক দুইভাবে জানানো হচ্ছে।

এমন ঘটনার পর আজ তানজিম হাসান সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল আগামী বছর আইপিএলে খেলার জন্য নাম দেবেন কি না।

প্রতিউত্তরে বাংলাদেশি পেসার জানিয়েছেন, ভাবতে হবে। সিলেটে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা থাকে। ওই হিসেবে আমরা নাম দিই। তবে পরবর্তী বছর এজেন্টের সঙ্গে কথা বলে বা দেশের যারা আছে তাদের সঙ্গে কথা বলে তারপর আমরা নাম দেব বা নাম দেব না।

মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দিষ্ট কোনো কারণ জানায়নি বিসিসিআই। বাঁহাতি পেসারকে যদি রাজনীতির কারণেই বাদ দেওয়া হয় তাহলে ক্রিকেটের জন্য ভালো নয় বলে মনে করেন তানজিম সাকিব। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলা পেসার বলেছেন, ‘আইপিএল থেকে উনাকে (মোস্তাফিজ) কেন সরিয়ে দিল বা ইয়ে করল, এটা আসলে আমরা কেউ জানি না। হয়তো রাজনৈতিক ইস্যু হতে পারে।

কিন্তু ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা তো চাই... আমরা আসলে রাজনৈতিক দিক দিয়ে চিন্তা করি না।’ 
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। নিরাপত্তার শঙ্কা থাকায় বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। শুধু বিসিবিই আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে এমনটা নয়, জানিয়েছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও।

মন্ত্রণালয়টি নির্দেশনা দিয়েছে, বাংলাদেশে বন্ধ থাকবে আইপিএলের সম্প্রচার।

Mahfuzur Rahman

Publisher & Editor