দাপুটে জয়ের ধারা অব্যাহত রাখলেও সামান্য আফসোস যেন থেকে গেল চট্টগ্রাম রয়্যালসের। টানা দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটে জয় না পাওয়ার। জয়ের জন্য যখন দলের ১২ রান প্রয়োজন ঠিক তখনই আউট হন নাঈম শেখ।
টানা দ্বিতীয় ফিফটি করে নাঈম যখন বিদায় নিলেন তখন বিরক্ত দেখা গেছে বাঁহাতি ওপেনারের শারীরিক অঙ্গভঙ্গিতেও।
খালেদের হাসানের বলে রাহাতুল ফেরদৌসের হাতে ক্যাচ হতেই হতাশায় ব্যাট দিয়ে প্যাডে মারেন তিনি। তবে ৩ ছক্কা ও ৪ চারে ম্যাচসেরা ৫২ রানের ইনিংস খেলে বিদায় নেওয়ার আগে চট্টগ্রামের জয়ের সুর বেঁধে দিয়েছেন তিনি।
২৪ বল হাতে রেখে পাওয়ায় জয়ে ওপেনিং সঙ্গী অ্যাডাম রসিংটনের সঙ্গে ১১৫ রানের জুটি গড়েন নাঈম। বাংলাদেশি ব্যাটার না পারলেও জয় নিয়েই মাঠ ছাড়া রসিংটন ৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি।
৫৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ২ ছক্কায়। টানা দ্বিতীয় ফিফটি পেয়েছেন তিনি। অন্যদিকে ৩ রানে অপরাজিত থাকেন সাদমান ইসলাম। এ জয়ে ৬ পয়েন্টে শীর্ষে উঠেছে চট্টগ্রাম।
এর আগে চট্টগ্রামের জয়ের অর্ধেক কাজ সারেন বোলাররা। আঁটসাঁট বোলিংয়ে সিলেট টাইটানসকে ১২৬ রানে গুটিয়ে দেন শেখ মেহেদী ও মির্জা বেগরা। দুজনে সর্বোচ্চ ২ টি করে উইকেট নিয়েছেন। দলীয় ৩৪ রানে ৫ উইকেট হারানো দলটা এই সংগ্রহটাও পেত না যদি আজমতউল্লাহ ওমরজাই ৪৪ রানের ইনিংস না খেলতেন।
Publisher & Editor