বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

এমবাপ্পে কবে মাঠে ফিরবেন, জানেন না আলোনসোও

প্রকাশিত: ০৬:০৬, ০৪ জানুয়ারি ২০২৬ | ১১

হাঁটুর ইনজুরিতে ভুগছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। আজ রাতে রিয়াল বেতিসের রবিবারের ম্যাচে খেলতে পারবেন না ফরাসি তারকা, এমনকি এই সপ্তাহে সৌদি আরবে হতে যাওয়া স্প্যানিশ সুপারকাপের ম্যাচেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন এ বিষয়ে জানেন না রিয়াল কোচ জাবি আলেনসোও। তিনি জানিয়েছেন, এমবাপ্পেকে দ্রুত মাঠে ফেরাতে তারা কাজ করে যাচ্ছেন।
 
বেতিসের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আলনসো বলেন, ‘আমরা তাকে (এমবাপ্পে) দ্রুত ফেরাতে চেষ্টা করতেছি, এটা তার ওপর নির্ভর করছে। কিন্তু কবে ফিরবেন তিনি, সে বিষয়ে নিশ্চিত করে আমি বলতে পারছি না।’

এমবাপ্পেকে ছাড়া মাঠে নামা কঠিন কি-না, এমন প্রশ্নের উত্তরে আলোনসো বলেন, ‘না, আমরা সব সময় প্রস্তুত থাকি যেকোনো পরিস্থিতে মাঠে নামার, যারা সবসময় জিততে চায়, তাদের নিয়ে কাজ করা সহজ। এরপর সিদ্ধান্ত নেওয়াটা আমার কাজ, আমি তাই করি।

রিয়ালের হয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করেছেন এমবাপ্পে। শেষ কয়েক সপ্তাহ ধরে চোট সমস্যায় ভুগছিলেন তিনি। ফলে চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির বিপক্ষে ম্যাচটিও খেলতে পারেননি তিনি। 

বছরের শেষ তিন ম্যাচে ফিরলেও ইনজুরিতে আবার ছিটকে যান নতুন বছরের শুরুতেই।

শেষ ম্যাচে সেভিয়ার বিপক্ষে গোল করে করে এক ক্যালেন্ডার ইয়ারে ক্লাবের রেকর্ড ৫৯ টি গোল করে রোনালদোর পাশে বসেন এই তারকা।

Mahfuzur Rahman

Publisher & Editor