রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

বিএনপির প্রার্থী তালিকায় আইভি লিগ অ্যালামনাই

প্রকাশিত: ০১:৩২, ১৬ নভেম্বর ২০২৫ |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলো একে একে প্রার্থী ঘোষণা করছে। এর মধ্যে বিএনপির প্রাথমিক একক প্রার্থী তালিকা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। ২৩৭ আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি, এর মধ্যে একটি আসনের প্রার্থিতা স্থগিত করে এখন আছে ২৩৬ আসনের প্রার্থী। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ২২৩ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার তথ্য পাওয়া গেছে, যার ৮৫ শতাংশই উচ্চশিক্ষিত। 

দলটির প্রার্থী তালিকায় রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিদেশফেরত উচ্চশিক্ষিত ব্যক্তি। তালিকায় অন্তত দুইজন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা আইভি লিগভুক্ত বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন প্রায় ১৪ শতাংশ প্রার্থী। আর অন্তত ৪০ শতাংশ প্রার্থী পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা এর অধিভুক্ত কলেজগুলোয়।

উচ্চশিক্ষিতদের প্রাধান্য

উচ্চমাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষা সাধারণভাবে উচ্চশিক্ষা হিসেবে বিবেচিত হয়। বিএনপি ঘোষিত তালিকায় দেখা যায়, স্নাতক পর্যায় পর্যন্ত পড়াশোনা করেছেন ৮৭ জন প্রার্থী। এর মধ্যে প্রায় ২০ শতাংশের ডিগ্রি আইন বিষয়ে, ১৬ শতাংশ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে এবং প্রায় ১৮ শতাংশ ব্যবসায় শিক্ষায়। শুধু স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে আটজন পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে। 

বিএনপির প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বিশ্লেষণে দেখা গেছে—উচ্চশিক্ষা, বিদেশে পড়াশোনা এবং পেশাগত দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দিতেই এবার দলটি বিশেষভাবে মনোযোগ দিয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে এসব প্রার্থী এখনই নানা মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

আইভি লিগ অ্যালামনাই আছে ২ জন: আইভি লিগ অ্যালামনাই আইভি লিগের অন্তর্ভুক্ত বিশ্বের নামকরা আটটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের বোঝায়। বিশ্ববিদ্যালয় হলো ব্রাউন, কলাম্বিয়া, কর্নেল, ডার্টমাউথ, হার্ভার্ড, পেনসিলভানিয়া, প্রিন্সটন ও ইয়েল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জনএফ কেনেডি এবং বারাক ওবামাও আইভি লিগ অ্যালামনাই। বিএনপির প্রার্থী তালিকায় থাকা ড. ওসমান ফারুক ও ব্যারিস্টার নওশাদ জমিরও আইভি লিগ অ্যালামনাই। বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন অর্থনীতিবিদ ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। তিনি পিএইচডি করেছেন আইভি লিগের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতির ওপর। তিনি কিছুদিন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। ওসমান ফারুক লড়বেন কিশোরগঞ্জ-৩ থেকে। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ট্যাক্সেশন বা কর আরোপ সংক্রান্ত বিষয়ে এমএসসি করেছেন ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। এছাড়া তিনি এলএলএম করেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত আইভি লিগের অন্তর্গত শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড ল স্কুল থেকে। নওশাদ জমির লড়বেন পঞ্চগড়-১ আসন থেকে।

Mahfuzur Rahman

Publisher & Editor