বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নাশকতা পরিকল্পনার অভিযোগে আ.লীগ ও যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ২৩:০৩, ১২ নভেম্বর ২০২৫ |

ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও যুবলীগের দুই প্রভাবশালী নেতাকে আটক করেছে পুলিশের বিশেষ টিম।

আটক ব্যক্তিরা হলেন- ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর ও ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।

জানা যায়, গত বুধবার রাত ৮টায় নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে গোপলার বাজার থেকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এসময় বড় ধরনের নাশকতার প্রস্তুতির অভিযোগে দুইজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, আলী আকবর ও আতাউর রহমানের সিন্ডিকেটে যুক্ত আছেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য বশির আহমদ, সমাজকল্যাণ সম্পাদক গোলাম রাব্বানী ও ছাত্রলীগ নেতা আব্দুর রহমান।

অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের সদস্যরা মহাসড়কে নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিমের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এই অপারেশন অব্যাহত থাকবে। আটক দুই নেতা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor