বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান ছাড়তে চান লঙ্কান ক্রিকেটাররা

প্রকাশিত: ২৩:১৫, ১২ নভেম্বর ২০২৫ |

ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিরাপত্তা শঙ্কায় পড়েছেন পাকিস্তান সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের কয়েকজন সদস্য। সিরিজের মাঝপথেই দেশে ফিরতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তারা। তবে নির্ধারিত সূচি অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

মঙ্গলবার (১২ নভেম্বর) ইসলামাবাদে ওই হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত হন। এর পর থেকেই সফরকারী লঙ্কান ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেট বোর্ড ও নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে জরুরি বৈঠক হয়। সেখানে পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পাওয়ায় সফর চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসএলসি।

বোর্ডের এক বিবৃতিতে বলা হয়, কয়েকজন ক্রিকেটার দেশে ফেরার অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে সমন্বয় করা হয়েছে। সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো সফরকারী দলের নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতি দিয়েছে।

এসএলসি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী সফর সম্পন্ন করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে। তবে কেউ দেশে ফিরতে চাইলে তার পরিবর্তে অন্য খেলোয়াড় পাঠানোর ব্যবস্থা রাখা হবে।

২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার ভয়াবহ অভিজ্ঞতা এখনো বহন করছে শ্রীলঙ্কা দল। দীর্ঘ সময় পর আবারও পাকিস্তানে সিরিজ খেলতে গিয়ে নতুন করে হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। মঙ্গলবারের হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে আলাদা হওয়া গোষ্ঠী জামা-উল-আহরার।

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি স্টেডিয়ামে গিয়ে লঙ্কান দলের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি খেলোয়াড়দের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন এবং জানান, পাকিস্তানি সেনাবাহিনী ও রেঞ্জার্সের সদস্যরা সফরকালীন নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন।

উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ৬ রানে হেরেছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। এরপর দুই দল জিম্বাবুয়েকে নিয়ে ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। তবে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সেই সিরিজও অনিশ্চয়তায় পড়তে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor