ড্রাইভিং লাইসেন্স সাসপেন্সানের কারণে গ্রেফতার হয়েছিলেন নিউইয়র্কের খলিল বিরিয়ানির কর্ণধার মো. খলিলুর রহমান, স্থানীয় প্রিসিংকটে নেয়ার দু’ঘন্টা পর মুক্ত হন তিনি। খলিলুর রহমান জানান, গত ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে জুমার নামাজ পড়ার পর তিনি যখন বাসায় ফিরছিলেন তখন বাসার সন্নিকটে একজন সাইকেল আরোহি তরুণ
তার গাড়ীর সামনে এসে পড়ে এবং মৃদু আঘাত পায়। তিনি তাৎক্ষনিকভাবে ৯১১ কল করলে পুলিশ এম্বুলেন্স আসে। পুলিশ এসে তার ড্রাইভিং লাইসেন্স নিলে দেখা যায় তার লাইসেন্সটি সাসপেন্ডেড, যা খলিলুর রহমানের নিজেরও জানা ছিল না। তখন পুলিশ গাড়ী সমেত তাকে নিকটস্থ ৪৯ প্রিসিংকটে নিয়ে যায়। তারপর তাকে একটি টিকিট দিয়ে ছেড়ে দেয়। তাতে আগামী ২৬ নভেম্বর কোর্টে হাজির হতে বলা হয়। খলিলুর রহমান জানান, টিকিটটি কোন একসিডেন্ট ঘটনার জন নয়, টিকিটটি দেয়া হয়েছে তার ড্রাইভিং লাইসেন্স সাসপেন্সানের কারণে।
Publisher & Editor