বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ফেনী জেলা ফোরাম ইন স্পেনের আত্মপ্রকাশ

প্রকাশিত: ০৭:৫৬, ৩১ অক্টোবর ২০২৫ | ১৯

নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে ফেনীবাসীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠন করা হয়েছে ফেনী জেলা ফোরাম ইন স্পেন। মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এ সংগঠন। সাহায্য সহযোগিতার পাশাপাশি, আর্তমানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

স্থানীয় সময় বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস এলাকার গ্রাম বাংলা রেস্টুরেন্টে ফেনী জেলা ফোরাম ইন স্পেনের উদ্যোগে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আরাফাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের যৌথ সঞ্চালনায় কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাবেক সদস্য সচিব মো. দুলাল সাফা, চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি সেলিম মিয়া সেন্টু, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কাশেম মুকুল, সাধারণ সম্পাদক ডালিম ব্যাপারী রাজু, উপদেষ্টা জালাল আহমেদ, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম,  হুমায়ুন কবির, জালাল আহমেদসহ অন্যান্যরা। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা বেলাল আহমেদ।

ফেনী জেলা ফোরাম ইন স্পেনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সভাপতি মো. ওমর ফারক, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ শাওন, সহ শিক্ষা সম্পাদক শাহ নেওয়াজ শান্ত প্রমুখ।

অনুষ্ঠানে আগত অতিথিরা নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সব ধরনের সামাজিক কাজে সহযোগীতার সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন।  

Mahfuzur Rahman

Publisher & Editor