বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

সাবান দিয়ে মুখ ধু্ইলে কী হয়

প্রকাশিত: ০৭:১০, ৩০ অক্টোবর ২০২৫ | ২৮

বাইরে থেকে ঘরে ফিরে কিংবা গোসলের সময় অনেকেই অভ্যাসবশত হাতের কাছে থাকা সাবান দিয়ে মুখ ধুয়ে ফেলেন। এটি আপাতদৃষ্টিতে কোনো সমস্যা মনে না হলেও এই অভ্যাস আপনার ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, মুখে সাবান ব্যবহারের আগে অন্তত দুইবার ভাবা উচিত। বিশেষ করে সুগন্ধযুক্ত সাবান মুখের কোমল ত্বকে নানা ধরনের ক্ষতি করতে পারে।

তারা জানিয়েছেন, সাবান ত্বকের প্রাকৃতিক সুরক্ষা স্তর নষ্ট করে দেয় এবং দীর্ঘ মেয়াদে শুষ্কতা, জ্বালা ও অকাল বয়সের লক্ষণ ডেকে আনে।

মুখে সাবান ব্যবহার কেন ক্ষতিকর

ত্বকের উপকারী লিপিড নষ্ট করে : সাবান ত্বকের কোষে থাকা প্রাকৃতিক তেল বা লিপিড ধুয়ে ফেলে। এতে ত্বক তার প্রাকৃতিক আর্দ্রতা হারায় এবং শুষ্ক হয়ে পড়ে।

ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হয় : ত্বকের স্বাভাবিক পিএইচ মান ৫.৫, যা ত্বকের সুরক্ষামূলক এসিড ম্যান্টেল তৈরি করে।


কিন্তু সাধারণ সাবানের ক্ষারীয় পিএইচ প্রায় ৯ পর্যন্ত হয়, যা ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ারকে দুর্বল করে ফেলে এবং উপকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়।
কোষ ও প্রোটিনের ক্ষতি ঘটায় : সাবানের কারণে ত্বকের বাইরের স্তর অতিরিক্ত হাইড্রেটেড হয়ে পড়ে এবং ত্বকের মূল উপাদান, যেমন কেরাটিনোসাইট ও কোলাজেন ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ত্বক রুক্ষ, নিস্তেজ ও প্রাণহীন হয়ে যায়।

শুষ্কতা ও জ্বালা তৈরি করে : সাবান কেরাটিন প্রোটিনের গঠন বদলে দেয়।

যার কারণে ত্বক নিজের আর্দ্রতা ধরে রাখতে পারে না। এতে ত্বক ফেটে যায়, টান টান লাগে এবং সংবেদনশীল হয়ে পড়ে।
 
মুখের জন্য সঠিক বিকল্প

চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, মুখ ধোয়ার জন্য সব সময় ত্বকের পিএইচ মান (৫.৫) অনুযায়ী ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করা উচিত।

প্রতিদিন সকাল ও রাতে দুই বার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলে ধুলাবালি, দূষণ, তেল ও মেকআপের অবশিষ্টাংশ দূর হয়। তবে ফেসওয়াশ অবশ্যই ত্বকের ধরন অনুযায়ী নির্বাচন করা জরুরি।

তেলতেলে, শুষ্ক বা সংবেদনশীল ত্বকের জন্য আলাদা ধরনের ফর্মুলা বেছে নিতে হবে।

Mahfuzur Rahman

Publisher & Editor