মঙ্গলবার শেষ হয়েছে আসন্ন বিপিএলের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা চেয়ে আবেদন করার সময়। গতকাল পর্যন্ত আবেদন করেছিল মাত্র দুই দল। এর মধ্যে ছিল ঢাকা ক্যাপিটালস ও কুমিল্লা ফাইটার্স।
আজ মঙ্গলবার সময় শেষ হওয়ার আগে আবেদন করেছে সিলেট, খুলনা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও নোয়াখালী। এ ছাড়া আগের মালিকানায় আসতে যাচ্ছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। দল পেতে শেষদিনে আবেদন করেছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী। তবে ফরচুন বরিশাল থেকে আবেদন করেনি কেউ।
বিপিএলে দল পেতে আবেদন করা ১০ প্রতিষ্ঠান-
ঢাকা ক্যাপিটালস - রিমাক হারল্যান
কুমিল্লা ফাইটার্স - এসএস গ্রুপ
চিটাগং কিংস - এসকিউ স্পোর্টস
খুলনা টাইগার্স - মাইন্ড ট্রি গ্রুপ
রংপুর রাইডার্স - বসুন্ধরা গ্রুপ
রাজশাহী কিংস - দেশ ট্রাভেলস
রাজশাহী - নাবিল গ্রুপ
নোয়াখালী - বাংলামার্ক
বরিশাল - আকাশবাড়ী হলিডেজ
সিলেট স্ট্রাইকার্স - জেএম স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট
Publisher & Editor