শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ফলাফল আশানুরূপ না হলেও জাতীয় দলের হয়ে খেলতে গর্ববোধ করছেন হামজা চৌধুরী

প্রকাশিত: ০০:৫৩, ১৭ অক্টোবর ২০২৫ |

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে অক্টোবরের ম্যাচগুলো মিশ্র অভিজ্ঞতা নিয়ে গেছে বাংলাদেশের ফুটবলে। ঢাকায় হংকংয়ের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪-৩ গোলে পরাজিত হয় লাল-সবুজের দল। পরে হংকংয়ে ফিরতি ম্যাচে ১-১ গোলে ড্র করে কাবরেরার শিষ্যরা। হংকংয়ে ম্যাচ শেষে ইংল্যান্ডে ফিরে গিয়েছেন হামজা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেওয়া ফেসবুক পোস্টে ম্যাচ ও অনুশীলনের কিছু মুহূর্ত শেয়ার করেন তিনি। জানান, অক্টোবরের সফর থেকে বেশ কিছু ইতিবাচক দিক তিনি তুলে নিয়েছেন।

চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট অর্জন করে মূলপর্বে খেলার আশা হারিয়েছে বাংলাদেশ। এমন বাস্তবতায় হতাশা প্রকাশ করেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার ইংল্যান্ডে ফিরে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘যেভাবে আশা করেছিলাম আর পরিশ্রম করেছিলাম, সেভাবে ফলটা আসেনি। তবে সব সময়ের মতোই বাংলাদেশের হয়ে খেলতে পেরে গর্বিত।’

বাংলাদেশের বাছাইপর্বে এখনও দুটি ম্যাচ বাকি। আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের দল। সেই ম্যাচে ফের জাতীয় দলের হয়ে মাঠে নামবেন হামজা—এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। লিখেছেন, ‘ইনশা আল্লাহ, নভেম্বরে আবার দেখা হবে।’

Mahfuzur Rahman

Publisher & Editor