শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

জন্মদিনে পার্টি করে প্রতিবেশীর মামলার শিকার ভিনিসিয়ুস

প্রকাশিত: ০৮:২৮, ১৬ অক্টোবর ২০২৫ | ১৪

নিজের ২৫তম জন্মদিন উদযাপন করতে কোনো কমতি রাখেননি ভিনিসিয়ুস জুনিয়র। রিও ডি জেনিরোর ভারজেম গ্রান্দের লাজেদো পার্টি হাউস ভাড়া করে প্রায় ৫০০ অতিথি নিয়ে উদযাপন করেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। 

অতিথির লিস্টে ছিলেন ক্লাব সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাজিলের পপ তারকা আনিত্তা। পার্টি হাউস আলোকসজ্জায় সজ্জিত করে লাইভ পারফরম্যান্সের ব্যবস্থাও করেন ভিনিসিয়ুস।

তাতে পারফর্ম করেন যুক্তরাষ্ট্রের র‌্যাপার ট্রাভিস স্কট। ঘটা করে জন্মদিন উদযাপন করে এবার বিপদেই পড়েছেন তিনি। উচ্চৈস্বরে গানবাজনা ও হইহুল্লোড় করায় শান্তি বিঘ্নিত হয়েছে প্রতিবেশীদের। এমন অভিযোগ করেই ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় এক ব্যক্তি।

মামলার বিষয়টি জানিয়েছে ব্রাজিলের সংবাদ মাধ্যম ‘ও গ্লোবো‘।

থানায় অভিযোগ করা ব্যক্তির নাম আন্তোনিও জোসে দি সুজা। তার দাবি, ১৯ থেকে ২১ জুলাইয়ের ভোর রাত পর্যন্ত ভিনিসিয়ুসের জন্মদিনের পার্টি চলে। এ সময় উচ্চ স্বরে গানবাজনা ও হইহুল্লোড় করায় আশপাশের প্রতিবেশীদের অসুবিধা হয়।

উদযাপনের মাত্রা ছাড়িয়ে গেলে মিলিটারি পুলিশ ডাকা হয়। পুলিশ তাদের উচ্চৈস্বরে গান বাজানো এবং সাউন্ড কমাতে বললে ভিনিসহ অন্যরা আদেশ মানেন। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর আবারও আগের মতোই উদযাপন শুরু হয়।
এ বিষয়ে ভিনির সঙ্গে ও গ্লোবো যোগাযোগ করলে তার প্রেস অফিস জানায়, মামলার বিষয়ে এখনো কোনো নোটিশ পায়নি রিয়াল মাদ্রিদ তারকা। মামলাটি ব্রাজিলের নবম বিশেষ আদালতে প্রক্রিয়াধীন।

আগামী ৬ নভেম্বর শুনানি হবে। ভিনি দোষী প্রমাণিত হলে ব্রাজিলের আইন অনুযায়ী  ১৫ দিন থেকে তিন মাসের কারাদণ্ড হতে পারে। সঙ্গে ‘অন্যদের কাজে কিংবা শান্তি বিঘ্নিত করায়’ জরিমানাও গুনতে পারে।

Mahfuzur Rahman

Publisher & Editor