এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। তবে ম্যাচের পর মাঠে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য—ভারতীয় ক্রিকেটাররা শিরোপা হাতে নিচ্ছেন না! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান তারা। শেষ পর্যন্ত নাকভিই ট্রফি নিয়ে চলে যান, আর ভারত উদযাপন করে ট্রফি ছাড়াই।
এই ঘটনার পর ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে ব্যাপক আলোচনার জন্ম দেন।
ছবিতে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে হাতে একটি মগ নিয়ে আছেন—যেন ট্রফি জড়িয়ে ঘুমোচ্ছেন!
সম্প্রতি জনপ্রিয় অনুষ্ঠান ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’-এ বরুণ জানান, আসলে ছবিটি ছিল এক মজার বিকল্প পরিকল্পনা। বরুণ বলেন, ‘আমি আগেই ভেবে রেখেছিলাম, ফাইনাল জিতলে ট্রফি নিয়ে বিছানায় শুয়ে একটা ছবি তুলব। কিন্তু ম্যাচের পর ট্রফিটাই হাতে এলো না। তখন দেখি পাশে শুধু একটা কফির মগ আছে, তাই সেটাকেই নিয়ে ছবি তুললাম।
তিনি আরো বলেন, ‘আমি জানতাম আমরা সব ম্যাচ জিতব। আমরা বিশ্বের এক নম্বর দল। কাপ কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু আমরা চ্যাম্পিয়ন।’
নিজের স্বভাব নিয়েও খোলামেলা কথা বলেন বরুণ চক্রবর্তী।
‘আমি একটু ইন্ট্রোভার্ট। আর্শদীপ বা নায়ারের মতো বেশি কথা বলি না। আমার একটু ডার্ক হিউমার আছে। প্র্যাকটিস শেষে আমি সাধারণত নিজের রুমে চলে যাই। ক্রিকেট থেকে দূরে থাকতে আমি লেখালেখি করি।
এটা আমার মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে। কখনো কখনো এতটাই মগ্ন হয়ে যাই যে ভুলেই যাই আমি একজন ক্রিকেটার।’
Publisher & Editor