প্রত্যেক রোগের পূর্ব লক্ষণ দেখা যায়। যেমন চোখ দেখে চিকিৎসক বলে দিতে পারেন আপনার জন্ডিস হয়েছে কিনা। ঠিক তেমনই অন্যান্য রোগের ক্ষেত্রেও চিকিৎসক বলে দিতে পারেন আপনার কোন অসুখ হয়েছে। কথা সত্যি— একেকটি রোগ একেক উপসর্গ দেখে বোঝা যায়। যেমন নখের অবস্থা দেখেও কিছু রোগ চেনা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে ক্যানসার রোগ।
কিন্তু নখের রং অনেক কথাই বলতে পারে। কারণ নখের রং নানা সময়ে বদলে যায়। এবং তখনই ইঙ্গিত দেয় যে কোনো গুরুতর অসুখ বাসা বাঁধছে আপনার শরীরে। অনেক সময়ে নখ মোটা ও ভারি হয়ে যায়। হালকা হলুদ ভাব দেখা দেয়। তখন বুঝতে হবে আপনার ছত্রাকের সংক্রমণ হচ্ছে। থাইরয়েডের সমস্যা থাকলে নখ তাড়াতাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। এমন কোনো সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি।
সে জন্য নখের রঙের কোনো বদল এলে কখনো তা অবহেলা করা উচিত নয়। কারণ এতে আপনার ক্যানসারের বার্তাও নিয়ে আসতে পারে। ত্বকে এক ধরনের ক্যানসার ধরা পড়ে নখের রঙের পরিবর্তন দেখেই। প্রথমে নখের তলায় একটি কালো দাগ দেখা দিতে পারে। এরপর ধীরে ধীরে নখের রং উধাও হয়ে যায়। নখের চার ধারে কালচে ভাব দেখা দিতে পারে। এমন হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যেতে হবে। নয়তো পরিস্থিতি আরও কঠিন হতে পারে।
ধীরে ধীরে নখের জোর কমে যায়। এর ফলে ভেঙে যেতে থাকে নখ। অনেকটা পাতলাও হয়ে যায় নখ। এর ফলে নখ ভেঙে যাওয়া বা নখের রং বদলে যাওয়ার সমস্যা অবহেলা করলে একেবারেই চলবে না; দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Publisher & Editor