বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নবী ঝড়ে বড় সংগ্রহ আফগানিস্তানের

প্রকাশিত: ১২:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫ |

দারুণ শুরুর পর খেই হারিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে একা হাতে দেড়শ ছাড়িয়ে আরও খানিকটা দূর এগিয়ে দেন মোহাম্মদ নবী। আফগান অভিজ্ঞ অলরাউন্ডারের শেষ ওভারের ঝড়ে শ্রীলংকা পেয়েছে ১৭০ রানের লক্ষ্য। ইনিংসের শেষ ওভারে লঙ্কান স্পিনার দুনিথ ওয়াল্লাগের টানা পাঁচ বলে ছক্কা হাঁকান নবী। তাতেই দেড়শ পেরিয়ে যায় আফগানদের ইনিংস।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভালো শুরু করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতাল। ৮ বলে গুরবাজ ফেরার আগে করেন ১৪ রান। আতালের ব্যাটে আসে ১৮ রান। এরপর উপরের দিকে নামা করিম জানাতকে (১) দ্রুতই ফেরান থুসারা।

পরের সময়ে দুর্দান্ত ফিল্ডিংয়ের নজির দেখান পেরেরা-চামিরারা। বাউন্ডারি লাইনে দুজনে নেন দুটি দুর্দান্ত ক্যাচ। তাতেই ২৪ রান করে ফেরেন ইব্রাহিম জাদরান। রসুল ফেরেন ৯ রানে। আফগানদের ভরসা হয়ে থাকা রশিদ খানও বেশিদূর টানতে পারেননি। ২৩ বলে ২৪ রান করে এগিয়ে দেন আফগান অধিনায়ক। বাকি সময়ের দৃশ্যপট কেড়ে নেন নবী।

সপ্তম উইকেটে নূর আহমেদকে নিয়ে দলকে দেড়শ পার করে দেন। এসময় হাঁকান দ্রুততম ফিফটি। ২০ বলে ফিফটি হাঁকাতে তোপ দাগেন লঙ্কান স্পিনার ওয়াল্লেগের ওপর। ওই ওভারে টানা পাঁচ বলে ছক্কা হাঁকান নবী। ইনিংসের শেষ ওভারে আসে ৩২ রান।

শেষ বলে রান আউট হলেও ২২ বলের ক্যামিওতে বড় পুঁজি নিয়ে মাঠ ছাড়েন নবী। ৬০ রানের ঝলমলে ইনিংস সাজান ৩ চার ও ছয় ছক্কায়। নুর অপরাজিত থাকেন ৬ রানে।

বাংলাদেশ আর আফগানিস্তান তো বটেই, শ্রীলংকাও এই ম্যাচ নিয়ে আছে শঙ্কায়। এই করলে সেই হবে, ওই করলে বাদ পড়বে সেই দল— এই সমীকরণ মেলানোর শব্দ থামবে কয়েক ঘণ্টার মাঝে। এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে কোন দু’টি দল খেলবে, সেটি জানা যাবে আজ শ্রীলংকা ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর।

শ্রীলংকার বিপক্ষে জয় পেলে সুপার ফোর নিশ্চিত হবে আফগানিস্তানের। শ্রীলংকা ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ করে হলেও রান রেটে সবার চেয়ে এগিয়ে থাকবে আফগানরাই। বর্তমানে আফগানিস্তানের রান রেট ২.১৫০, শ্রীলংকার ১.৫৪৬ ও বাংলাদেশের -০.২৭০। 

আফগানিস্তানের জয়ে রান রেটের হিসাবে বসতে হবে বাংলাদেশ ও শ্রীলংকাকে। সেক্ষেত্রে বাংলাদেশের সুপার ফোরে উঠতে আফগানদের কাছে ৭০ রান বা তার বেশি ব্যবধানে এবং ম্যাচের ৫০ বল বাকি থাকতে হারতে হবে শ্রীলংকাকে। এছাড়াও শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচ যদি পরিত্যক্ত হয়, তাহলে লংকানদের নিয়ে সুপার ফোরে উঠবে বাংলাদেশ।

Mahfuzur Rahman

Publisher & Editor