বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মায়ামির সঙ্গে নতুন চুক্তি করছেন মেসি

প্রকাশিত: ০৮:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৫ |

চলতি বছরে শেষ হচ্ছে ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ। গুঞ্জন ছিল, নতুন কোনো ঠিকানায় যেতে পারেন তিনি। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামির সঙ্গেই চুক্তি নবায়ন করতে যাচ্ছেন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে, ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন।  

ইএসপিএন দাবি করেছে, মেসির সঙ্গে মায়ামির নতুন চুক্তির বিষয়টি এখন কেবল সময়ের অপেক্ষা। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে ফরাসি ক্লাব পিএসজি থেকে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আড়াই বছরের সেই চুক্তির মেয়াদ এ বছরই শেষ হবে। বেশ কিছুদিন ধরে নতুন চুক্তির আলোচনা চলছিল। তবে চূড়ান্ত ঘোষণা না আসায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা।

এর মধ্যে মেসির প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোর আগ্রহ নিয়েও সংবাদমাধ্যমে এসেছে নানা খবর। তবে ইএসপিএন জানিয়েছে, মেসি ও মায়ামির মধ্যে আলোচনার প্রায় সব বিষয়েই সমঝোতা হয়ে গেছে। এখন শুধু কিছু আনুষ্ঠানিকতা বাকি। দুই পক্ষের সম্মতি হলেই তা পাঠানো হবে মেজর লিগ সকার কর্তৃপক্ষের অনুমোদনের জন্য।

আগামী বছর বিশ্বকাপ খেললে সেটিই হবে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। তবে মায়ামির সঙ্গে নতুন চুক্তি একাধিক বছরের হওয়ার সম্ভাবনাই বেশি। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই দলটিকে বদলে দিয়েছেন মেসি। প্রথম মৌসুমেই জেতান লিগস কাপ, যা ক্লাবটির ইতিহাসে প্রথম বড় ট্রফি।

Mahfuzur Rahman

Publisher & Editor