মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাঁচা-মরার লড়াই বাংলাদেশের, পরিসংখ্যানে এগিয়ে আফগানরা

প্রকাশিত: ০৬:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫ |

জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। তাই সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। তবে মাঠের লড়াইয়ের আগে পরিসংখ্যানের দিকে তাকলে এগিয়ে আছে আফগানরা। 

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আফগানিস্তান জয় পেয়েছে ৭ বার, বাংলাদেশ ৫ বার। ২০১৪ সালে প্রথম দেখায় জয় পেয়েছিল বাংলাদেশ, তবে শেষ দেখায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে, হেরেছিল টাইগাররা। 

জয়-পরাজয়ের বাইরেও ব্যাট হাতে লিটন দাস ও বল হাতে রশিদ খানের ব্যক্তিগত রেকর্ডগুলো এই ম্যাচে যোগ করবে বাড়তি রঙ। লিটন দাসের সামনে রয়েছে বড় মাইলফলক। আর মাত্র ২৭ রান করলেই তিনি ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানকে (২,৫৫১) এবং হয়ে উঠবেন দেশের সর্বকালের সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহক। 

শুধু তাই নয়, বাংলাদেশ-আফগানিস্তান দ্বৈরথে সবচেয়ে সফল ব্যাটারও এই টাইগার অধিনায়ক। ১০ ম্যাচে দুই অর্ধশতকসহ করেছেন ২২৭ রান, স্ট্রাইক রেট ১০৯.৬৬। অন্যদিকে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় হুমকি রশিদ খান। টাইগারদের বিপক্ষে ১১ ম্যাচে তার শিকার ২২ উইকেট। গড় ১০.৫৪, আর ইকোনমি মাত্র ৫.৫২।

Mahfuzur Rahman

Publisher & Editor