বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও সেক্রেটারির অভিনন্দন!
নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি পুলিশ সদর দপ্তরে ৮ ই আগস্ট শুক্রবার সকালে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ কমিশনার জেসিকা টিশের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্য সদ্য পদান্নতি পাওয়া সার্জেন্ট অর্পন দাস, ২০১২ সালে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগে যোগদান করেন । চট্টগ্রাম জেলার রাউজানে জন্মগ্রহণকারী সার্জেন্ট অর্পন ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন। তিনি নিউ ইয়র্ক সিটি কলেজ অফ টেকনোলজিতে পড়াশোনা করছেন।
বতমানে সার্জেন্ট অর্পণ দাস নিউইয়র্ক সিটি পুলিশের ট্রানজিট বিভাগে কর্মরত আছেন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, প্রথম ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট আলী চৌধুরী এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক অভিনন্দন জানিয়েছেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের। বাপা’র মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ার জানান, এই অর্জন বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যকে উচ্ছ্বসিত করেছে এবং তাঁদের সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এছাড়া উপস্থিত ছিলেন বাপার নেতৃবৃন্দ সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশাজীবী মানুষ।
Publisher & Editor