বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদ যুক্তরাষ্ট্র শাখার

প্রকাশিত: ০৮:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৫ |

জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা এবং অগ্নি সংযোগের প্রতিবাদে ৮ই সেপ্টেম্বর সমবার নিউইয়র্কে জ‍্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল শ্লোগানে শ্লোগানে মুখরিত করে বাংলাদেশী অধ‍্যুষিত ৭৩ ষ্ট্রিট ।
সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ এ বার ভূঁইয়া, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী , সহসভাপতি এসএম ইকবাল,সহ-সভাপতি নূর ইসলাম বর্ষণ , যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম,সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আব্দুন নূর, জাতীয় যুব সংহতির যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদির লিপু, দপ্তর সম্পাদক শক্তি দাস গুপ্তা, কোষাধ্যক্ষ কাশেম চৌধুরী, এ এস এন রুবেল ও রুবেল আহমেদ সহ অনেকেই।

সভায় বিভিন্ন বক্তারা বলেন , গন অধিকারের নেতা বিকাশ নূর একবার সাবেক প্রধানমন্ত্রীকে আম্মা এবং মোসাদকে আব্বা ডেকে বাংলাদেশ কে অস্থিতিশীল করার লক্ষ‍্যে বাহিরের প্রভুধের সন্তুষ্ট করতে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় পার্টির কার্যালয়ে হামলা এবং অগ্নি সংযোগ করে।জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা এই ন‍্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বক্তারা আরো বলেন যে, সরকার প্রনীত নির্বাচনী রোডম্যাপ দেখে এবং বিকাশ নূরের দল একটিও সংসদীয় আসন পাবেনা দেখে , জাতীয় পার্টির কার্যালয়ে এই হামলা করে নির্বাচনী রোডম্যাপকে বানচাল করার চেষ্টা করছে। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারেকে অনতিবিলম্বে গন অধিকার দলের নিবন্ধন বাতিল করে , গন অধিকার পরিষদ কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দলটিকে নিষিদ্ধ করতে হবে । বিকাশ নূর ও তার সহযোগী সাধারণ সম্পাদক রাশেদ খানকে গ্রেফতারের জোর দাবি জানানো হয। অন‍্যথায় এই যুক্তরাষ্ট্র থেকে সরকার বিরোধী আন্দোলনের ডাক দিতে কার্পণ্য করবে না ।

Mahfuzur Rahman

Publisher & Editor