দলের সেরা পেসার জসপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় বোলিং ইউনিটের ‘অলিখিত’ নেতা বনে গিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। আচমকা কাঁধে এসে পড়া দায়িত্বটাও পালন করলেন রাজসিকভাবে। রোমাঞ্চকর ওভাল টেস্টে ভারতের অবিশ্বাস্য জয়ের নায়ক শেষ ইনিংসে পাঁচ উইকেট তুলে নেওয়া সিরাজ। হয়েছেন ম্যাচ সেরাও।
অথচ শেষ টেস্টের চতুর্থ দিনেই হঠাৎ ‘খলনায়ক’ বনে গিয়েছিলেন হ্যারি ব্রুকের ক্যাচ ছেড়ে দিয়ে। তার আগে লর্ডস টেস্টে শেষ মুহূর্তে আউট হয়েও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছিলেন। বিধাতা হয়তো শেষটা অন্যরকমভাবেই লিখে রেখেছিলেন। সেই সিরাজই ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ করে সিরিজ শেষে নায়ক বনে গেলেন।
শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। এমন পরিস্থিতিতে তিনটি উইকেটই ঝুলিতে পুড়েছেন সিরাজ। চাপে থাকা দলকে জেতানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন ভারতীয় পেসার। ম্যাচের পর দীনেশ কার্তিককে সাক্ষাৎকার দিতে গিয়ে মোহাম্মদ সিরাজ জানান ভিন্ন এক গল্প, সোমবার সকালে উঠে ‘বিলিভ’ লেখা একটি ছবি ওয়ালপেপারে ‘সেভ’ করে রেখেছিলেন। তবে শুধু ‘বিলিভ’ শব্দ নয়, সঙ্গে ছিল একজনের ছবিও। সেটা কার? সংবাদ সম্মেলনে সিরাজ নিজেই সেটা প্রকাশ্যে এনেছেন পরে।
সংবাদ সম্মেলনে শুভমান গিলের সঙ্গেই এসেছিলেন ম্যাচসেরা সিরাজ। একেবারে শেষ দিকে কথা বলতে বলতে হঠাৎই ডান পকেট থেকে নিজের ফোন বের করে আনেন। দেখা যায়, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা ছবি। ওপরে ‘বিলিভ’ লেখা।
সিরাজ বলেন, “দেখুন, এই ছবিটাই মোবাইলের ওয়ালপেপারে রেখেছিলাম। আসলে বিশ্বাসই ছিল যে আমি পারব। ম্যাচ থাকলে অন্যান্য দিন সকাল ৮টায় উঠি। আজ (গতকাল) ভোর ৬টায় উঠে পড়েছিলাম। বিশ্বাস ছিল যে আমি পারব। তাই ঘুম থেকে উঠেই ফোনে গুগ্ল খুলেছিলাম। তারপর এই ছবিটা বেছে নিয়ে ওয়ালপেপার করে রাখলাম। নিজের ওপর বিশ্বাস রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।”
রোনালদোর কট্টর সমর্থক সিরাজ। উইকেট নেওয়ার পর সিআরসেভেনের ধাঁচে ‘সি-ই-ই-উ’ সেলিব্রেশন প্রায়ই করে থাকেন। সোমবারও ইংরেজদের পতন ঘটানোর পর সেটি দেখা গেছে ওভালে। তাই নিজেকে তাঁতিয়ে দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন প্রিয় তারকার ছবিই। শেষ পর্যন্ত সফলও হয়েছেন সিরাজ।
ফিটনেস ঠিক রাখতে দলের সেরা পেসার জাসপ্রীত বুমরাহ মাত্র তিনটি টেস্ট খেলেছিলেন। অথচ সিরাজ খেলেছেন গোটা সিরিজ। ১৮৫.৩ ওভার বল করে ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন। অনেকের চোখে এই ওয়ার্কলোড আইপিএলে ৪৭টা ম্যাচ খেলার সমান। তবে সিরাজের তাতে ভ্রুক্ষেপ নেই। বললেন, “শরীর ঠিকঠাক রয়েছে। ছয় ওভার বল করছি না নয় ওভার, সে সব মাথাতেই রাখি না। আমি তো নিজের জন্য বল করি না, দেশের জন্য বল করি।”
তিনি আরও বলেন, “আমি সব সময় বিশ্বাস করি, যে কোনও জায়গা থেকে ম্যাচ জেতাতে পারি। আজকের (গতকাল) সকালটাও আলাদা ছিল না। আমার লক্ষ্য ছিল সঠিক জায়গায় বল করা। তাতে রান হোক আর উইকেটই আসুক।”
Publisher & Editor