বুধবার, ০৬ আগস্ট ২০২৫

ধানুুশের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল ঠাকুর?

প্রকাশিত: ০৭:১৩, ০৫ আগস্ট ২০২৫ | ১০

কিছুদিন আগে অর্থাৎ গেল ১ আগস্ট ছিল ম্রুণাল ঠাকুরের জন্মদিন। সেই জন্মদিনের ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন দক্ষিণি তারকা ধানুশ। এরপর থেকেই কানাঘুষো শুরু হয়েছে, এই দুই তারকা নাকি চুপিচুপি প্রেম করছেন!
ধানুশ যেহেতু খুব একটা পার্টি-টাইপ নন, তাই বলিউডপাড়ায় চোখ কুঁচকে তাকানোর যথেষ্ট কারণ ছিল! এরপরেই আসে দ্বিতীয় ধাক্কা—ম্রুণাল অভিনীত ‘সন অব সর্দার টু' এর বিশেষ প্রদর্শনীতে আচমকা হাজির ধানুশ। আর সেখানেই ঘটে ‘সিনেমাটিক’ মুহূর্ত—মৃণাল হঠাৎ ধানুশের দিকে হেলে কানে কানে কিছু একটা বলেন।

ভিডিওটা ভাইরাল হতে সময় লাগেনি। তবে এই প্রথম নয়। জুলাই মাসে ধানুশের নতুন সিনেমা ‘তেরে ইশ্ক মে’ এর এক ঘরোয়া পার্টিতেও ধরা দিয়েছিলেন এই জুটি। চিত্রনাট্যকার কানিকা ঢিলনের ইনস্টাগ্রামে সেই ছবিতে ধানুশ আর ম্রুণালকে দেখা গেছে এক ফ্রেমে, হাসিমুখে।

চারপাশে ছবির পুরো টিম। আপাতত তাদের দুজনের প্রেম নিয়ে চর্চা চললেও এখনো পর্যন্ত ধানুশ বা ম্রুণাল কেউই এ বিষয়ে মুখ খুলেননি। প্রেমের কথা স্বীকারও করেননি, আবার অস্বীকারও না।

প্রসঙ্গত, ধানুশ ২০২২ সালে স্ত্রী ঐশ্বরিয়ার (রাজিনীকান্তের কন্যা) সঙ্গে ১৮ বছরের সংসার জীবনের ইতি টানেন।

Mahfuzur Rahman

Publisher & Editor