মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রকেও আগিয়ে আসার আহ্বান ফ্রান্সের

প্রকাশিত: ১১:০৬, ০১ আগস্ট ২০২৫ | ১৮

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য ক্রমবর্ধমান 'আন্তর্জাতিক তরঙ্গে', বিশেষ করে পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রও যুক্ত হতে পারবে বলে মনে করে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট বলেছেন, 'আমি সত্যিই আশা করি যে, গত কয়েক দিন এবং সপ্তাহ ধরে যে আন্তর্জাতিক গতি তৈরি হচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দিতে পারবে।'

সম্প্রতি ফ্রান্সের ঘোষণার পর যুক্তরাজ্য, কানাডা, মাল্টা এবং পর্তুগালসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর সম্প্রচারক 'ফ্রান্স ইনফো'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ব্যারোট বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক গতি সঞ্চার করেন এবং তার উপদেষ্টাদের গাজায় পাঠান - যেমনটা স্টিভ উইটকফ বর্তমানে সফর করছেন - তাহলে 'নিঃসন্দেহে তিনি পরিস্থিতির পরিবর্তন চান।'

তিনি আরও বলেন, '(গাজার) পরিস্থিতি একেবারেই অসহনীয়। এক মিনিটও নষ্ট করা যাবে না।'

ব্যারোট আরও উল্লেখ করেছেন, গাজায় প্রবেশের জন্য কয়েক মাস ধরে অপেক্ষা করা ৫২ টন মানবিক পণ্য রয়েছে, উপত্যকা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পড়ে আছে।

তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলি সরকারকে এখনই প্রবেশপথগুলো পুনরায় খুলে দিতে হবে - সমস্ত প্রবেশপথ : আকাশ, স্থল এবং সমুদ্র - যাতে ব্যাপক এবং বাধাহীন মানবিক সাহায্য বেসামরিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে, যাদের অত্যন্ত প্রয়োজন।'

Mahfuzur Rahman

Publisher & Editor