সোমবার, ০৪ আগস্ট ২০২৫

ট্রাম্পের ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্তে ‘হতাশ’ কানাডার সরকার

প্রকাশিত: ১১:০৩, ০১ আগস্ট ২০২৫ | ২১

সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার কানাডার ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে ৩৫ শতাংশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবারের (১ আগস্ট) এই সিদ্ধানের পর হতাশা প্রকাশ করেছে কানাডার সরকার।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, 'কানাডিয়ান সরকার এই পদক্ষেপে হতাশ।' আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে কার্নি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করার পর মার্কিন নেতা অটোয়ার ওপর বড় শুল্কের হুমকি দিয়েছিলেন।

সেই সঙ্গে কানাডার বিরুদ্ধে 'ফেন্টানাইল এবং অন্যান্য অবৈধ ওষুধের চলমান প্রবাহ নিয়ন্ত্রণে সহযোগিতা' করতে ব্যর্থতার অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। কার্নি ফেন্টানাইলের বিরুদ্ধে 'কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির জন্য' অটোয়ার প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছেন।

তিনি বলেন, 'কানাডা মার্কিন ফেন্টানাইল আমদানির মাত্র এক শতাংশে অবদান রাখছে এবং এই পরিমাণ আরও কমাতে নিবিড়ভাবে কাজ করছে।'

Mahfuzur Rahman

Publisher & Editor