শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

সদ্য প্রয়াত শিল্পী ওজির ভয়ংকর অতীত, হত্যা করেন ১৭টি বিড়াল

প্রকাশিত: ০৭:৪৫, ২৪ জুলাই ২০২৫ | ১১

গত মঙ্গলবার প্রয়াত হন মেটাল জগতের আলোচিত-সমালোচিত শিল্পী ওজি ওসবোর্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে। তবে মৃত্যু পরবর্তী সময়েও আলোচনায় উঠে এসেছে ওজির বিতর্কিত অতীত, বিশেষ করে ১৯৮০ সালে নিজের ১৭টি পোষ্য বিড়াল হত্যা করার ভয়াবহ ঘটনাটি।

জানা গেছে, জীবনের একটি দীর্ঘ সময় মাদকাসক্তিতে জর্জরিত ছিলেন ওজি। সেই সময়কার এক ভয়ংকর ঘটনার কথা নিজেই স্বীকার করেছিলেন একাধিক সাক্ষাৎকারে। বলেছিলেন, ‘আমি মাদকে ডুবে ছিলাম। মাদকাসক্তির অন্তিম পর্যায় পৌঁছানোর পরে আমাদের সব বিড়ালকে আমি গুলি করে মেরে ফেলি। ১৭টা বিড়াল ছিল আমাদের। সবাই শেষ হয়ে যায়।’

১৯৮০ সালে প্রথম স্ত্রী থেলমা রাইলির সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল ওজির। এর পরে শ্যারন নামের এক নারী ওজি ওসবোর্নকে বিয়ে করেন। ৪০ বছরের দাম্পত্য তাদের। দ্বিতীয় বিয়ের কয়েক দিনের মধ্যেই এই বিড়াল হত্যার ঘটনাটি ঘটে। এই ঘটনার সময় তার বাড়িতে স্ত্রী ছিলেন না। বাড়ি ফেরার পরে শ্যারন দেখেছিলেন, পিয়ানোর নীচে বসে আছেন ওজি। তার এক হাতে বন্দুক, আর এক হাতে ছুরি।

Mahfuzur Rahman

Publisher & Editor