ভারত আগেই জানিয়েছিল, তারা ঢাকায় এসিসির সভায় আসবে না। ভেন্যু পরিবর্তন করতে হবে। এসিসিরি সভা হয়েছে, ভারত আসেনি। গতকাল দুপুরে এসিসির সভায় অনলাইনে যোগ দিয়েছিল। অনলাইনের সভা চলাকালীন বিওএর অডিটরিয়ামে আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন এবং সংবাদ সম্মেলনে জানানো হয়, ভারত আসছে।
আগামী ২৬-২৯ জুলাই অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের আয়োজক স্কোয়াশ ফেডারেশন, তারা ঘোষণা দিয়েছে ভারত খেলতে আসছে। ভারত থেকে দুই জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল কামরুল ইসলাম (অব.) বলেন, 'ভারত খেলবে এবং ভারতীয় দুজন খেলোয়াড়ের ভিসা সম্পন্ন হয়েছে, টিকিটও নিশ্চিত করেছে।'
পুরুষ ও নারী বিভাগে খেলা হবে। পুরুষ বিভাগে ইরান, কুয়েত, শ্রীলঙ্কা, মালয়েশিয়ার খেলোয়াড়রা এলেও নারী বিভাগে বিদেশি খেলোয়াড়ের মধ্যে শুধু মালয়েশিয়ার নারী আসছেন।' ইরানের অংশগ্রহণের বিষয়ে জানা গেছে, ইরানের একজন নারী খেলোয়াড় ভিসা জটিলতায় খেলতে পারছেন না। চার দিনের এই খেলা অনুষ্ঠিত হবে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, আর্মি অফিসার্স মেস ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে।
বাংলাদেশের খেলোয়াড়রা হলেন শাহাদাৎ, রনি ও সুমন এবং বয়সভিত্তিক দলের উদীয়মান স্কোয়াশ খেলোয়াড় বিকেএসপির সাইমুন, আমিনুল, পারভেজ ও সেনাবাহিনীর আপন ও আজিজের সঙ্গে খেলবে ইরান, ভারত, শ্রীলঙ্কা, কুয়েত ও মালয়েশিয়ার আট জন পেশাদার খেলোয়াড়। টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল বিওএ ভবনে সংবাদ সম্মেলন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, বিশেষ অতিথি ছিলেন আরএফএলের মার্কেটিং হেড শাহীন শফিকসহ অন্যান্য কর্মকর্তা।
Publisher & Editor