শনিবার, ২৬ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় মৃত বেড়ে ৩৩, হাসপাতালে ভর্তি ৫০

প্রকাশিত: ০৮:৩৪, ২৫ জুলাই ২০২৫ | ১২

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মোট ৩৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ৫০ জন।

শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শুক্রবার বিকেল সোয়া ৪ টা পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।

আর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫০ জন।
এতে জানানো হয়, হতাহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটউটে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৫ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১ জন ও ইউনাইটেড হাসপাতালে ১ জনসহ মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।

আর, জাতীয় বার্ন ইনস্টিটউটে ভর্তি রয়েছেন ৪০ জন।

এছাড়া, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন, শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন ও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে ১ জনসহ মোট ৫০ জন ভর্তি রয়েছেন। 

Mahfuzur Rahman

Publisher & Editor