বলিউডের গুণী অভিনেত্রী বিদ্যা বালানকে বড় পর্দায় এখন আগের মতো দেখা যায় না। তবে ইনস্টাগ্রামের রিল ভিডিওতেই যেন নতুন করে ধরা দিচ্ছেন তিনি। কখনো রসিকতা, কখনো অভিনয় আর কখনো সামাজিক বার্তা- এই ছোট ছোট ভিডিওতে মুগ্ধ তার ভক্তরা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিদ্যা জানিয়েছেন, রিল বানানো তিনি ভীষণ উপভোগ করেন। বিদ্যা বলেন, যদি আমার ভিডিও দেখে কারও মুখে হাসি ফোটে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
নিয়ম করে প্রায় প্রতিদিনই ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন এই অভিনেত্রী, যার অনুরাগী সংখ্যা নেহাত কম নয়।
সবশেষ ‘ভুল ভুলাইয়া ৩’-তে দেখা গিয়েছিল বিদ্যাকে। প্রথম কিস্তিতে তার ‘মঞ্জুলিকা’ চরিত্রটি এখনও দর্শকের মনে গেঁথে আছে। বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও তিনি শক্তিশালী চরিত্রে নজর কেড়েছেন।
সাক্ষাৎকারে বিদ্যা আরও বলেন, ‘আমি এখন চাপমুক্ত। এই অনুভূতি অসাধারণ।’ অতীতে শরীর নিয়ে নানা সমালোচনার মুখে পড়লেও এখন নিজেকে নিয়ে গর্বিত ও আত্মবিশ্বাসী তিনি। তার মতে, আত্মবিশ্বাস অর্জনই জীবনের সবচেয়ে বড় সাফল্য।
বিদ্যা জানিয়েছেন, বর্তমানে তিনি নতুন নতুন গল্প পড়ছেন এবং মানুষের সঙ্গে দেখা করছেন। সামনে দুটি সিনেমায় কাজ করার পরিকল্পনাও রয়েছে তার, যদিও এই মুহূর্তে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
Publisher & Editor