শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইরান ছাড়লেন আইএইএ’র পরিদর্শকরা

প্রকাশিত: ২০:৩১, ০৪ জুলাই ২০২৫ |

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে তেহরানের সহযোগিতা স্থগিত করার পর ভিয়েনার উদ্দেশ্যে ইরান ত্যাগ করেছেন সংস্থাটির পরিদর্শকরা।

শুক্রবার (৪ জুলাই) সূত্রের বরাতে মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। এর আগে গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইএইএ'র সঙ্গে সহযোগিতা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

মেহের আরও জানায়, গত ২৫ জুন ইরানের সংসদ তেহরানের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রস্তাবের পর আইএইএ'র সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল অনুমোদন করে।

পার্লামেন্টের প্রস্তাব অনুসারে, ইরানের পারমাণবিক স্থাপনা এবং শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত না করা হলে আইএইএ'র পরিদর্শকদের ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরান আইএইএ'র প্রধান রাফায়েল গ্রোসির ওপরেও প্রবেশ নিষেধাজ্ঞার কথা বিবেচনা করছে। তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি-মার্কিন আগ্রাসনে সহায়তা করার জন্য সমালোচনার মুখে পড়েছেন।

বিশ্লেষকদের মতে, গ্রোসির রাজনৈতিক ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন এবং পরবর্তী প্রস্তাব ১৩ জুন ইসরায়েলি সরকারের নৃশংস আগ্রাসনকে সহজতর করেছিল, যার ফলে ইরানি বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী এবং উচ্চপদস্থ সামরিক কমান্ডার নিহত হন।

মেহের নিউজের প্রতিবেদন অনুসারে, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা - ফোর্ডো, নাতানজ এবং ইসফাহানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের নিন্দা করতেও অস্বীকৃতি জানান গ্রোসি।

Mahfuzur Rahman

Publisher & Editor