শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘আমাদের কী পাপ’, ত্রাণ আনতে গিয়ে ভাইকে হারানো ফিলিস্তিনি শিশুর আর্তচিৎকার

প্রকাশিত: ০৬:৫৩, ০৪ জুলাই ২০২৫ |

যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরায়েল পরিচালিত তথাকথিত ত্রাণকেন্দ্রে যাওয়া ক্ষুধার্ত লোকদের ওপরেও নির্বিচারে গুলি করা হচ্ছে।

লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, আজ শুক্রবারও দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে পাঁচ জন নিহত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে আবেগঘন দৃশ্য দেখা গেছে। একজন ফিলিস্তিনি মেয়ে তার ১৯ বছর বয়সী বড় ভাইকে হারিয়ে শোক প্রকাশ করছে। পরিবারের জন্য খাদ্য সহায়তা নিতে যাওয়ার সময় ইসরায়েলি গুলিতে নিহত হয় তার ভাই।

ফ্রিল্যান্স ফিলিস্তিনি ফটোসাংবাদিক দোয়া আলবাজের পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছোট মেয়েটি তার বড় ভাইয়ের জন্য কাঁদছে এবং আর্তচিৎকার করছে। বড় ভাইয়ের মৃত্যুর পর ১৯ বছর বয়সী এই ভাইটি পরিবারের জন্য আটা আনতে গিয়েছিল।

ভিডিওতে দেখা যায়, মেয়েটি বলছে, 'আমাদের কী পাপ যে, আমরা ক্ষুধায় মারা যাচ্ছি?' এ সময় পাশে বয়স্ক নারীরা ছোট্ট মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তনুও তার কান্না যেন থামে না।

সে বলতে থাকে, 'আমার বড় ভাই... আমার হৃদয়ের আত্মা। আমাকে ক্ষমা করো, আমার ভাই, যদি আমি কখনো তোমাকে বিরক্ত করে থাকি...।'

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, মেয়েটি জানিয়েছে, ইসরায়েলি বাহীনির হাতে লাশ হওয়া তার ভাইটি উচ্চ বিদ্যালয়ের শেষ বর্ষে পড়ত। ফুটেজটি আল জাজিরার সনদ ফ্যাক্ট-চেকিং এজেন্সি যাচাই করেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor