বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

হলগুলোতে উপচেপড়া ভিড় দেখে ভালো লাগে

প্রকাশিত: ০২:০৮, ১৩ এপ্রিল ২০২৫ | ৪৪

দক্ষ অভিনেত্রী হিসাবে জনপ্রিয় জাকিয়া বারী মম। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই নাটক ও ছবিতে একসঙ্গে অভিনয় করে যাচ্ছেন। অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন। আগামীকাল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে রাকেশ বসুর ছয় পর্বের সিরিজ ‘ননসেন্স’।

এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
‘ননসেন্স’ মুক্তি পাবে কাল। দর্শকের কেমন লাগবে বলে মনে করছেন?
বলা কঠিন।

নিজের কাজ তো সবারই ভালো লাগে। গল্প পছন্দ হয়েছিল বলেই শুটিং করেছিলাম। শুটিং শেষ করে পুরো কনটেন্ট আমরা সাধারণত দেখতে পাই না। ফলে দর্শকের মতো আমাদেরও মুখিয়ে থাকতে হয় মুক্তি পাওয়া পর্যন্ত।
দর্শকের কেমন লাগবে, সেটা মুক্তির পর দেখে বলতে পারব।

গল্পে আপনাকে কেমন ভূমিকায় পাওয়া যাবে?
সেটাও এখনই বলা ঠিক হবে না। শুধু এটুকু বলি, এখন যেসব গল্পে সিনেমা তৈরি হচ্ছে, সেগুলো থেকে ‘ননসেন্স’ আলাদা। সোশ্যাল স্যাটায়ার। এবার ঈদে আমাদের দেশে যে ছবিগুলো মুক্তি পেয়েছে, দেখেন সব কটিই ক্রাইমের গল্প।
সেদিক থেকে ‘ননসেন্স’-এ দর্শক ভিন্নতা পাবে।

‘তোমার খোলা হাওয়া’র পর আর কোনো গান করেছেন?
না, না। আমি তো পেশাদার কণ্ঠশিল্পী নই। এমনিতে অনেক গুণী শিল্পী আছেন আমাদের, তাঁদের গানই শুনতে চাই। গল্পের প্রয়োজনে যদি কখনো গাইতে হয় সেটা অন্য ব্যাপার। আপাতত নিজে গাইছি না।

‘রিমান্ড’ নামের একটা ধারাবাহিক করেছিলেন। সেটা নিয়ে নির্মাতার সঙ্গে মনোমালিন্যও হয়েছিল। পরে কী হয়েছিল?
শুরুতে জানতাম সেটা ছয় পর্বের একটা কনটেন্ট, ইউটিউবের জন্য বানানো। শুটিং শেষে নির্মাতা ডাব করতে ডাকলেন। আমি তো অবাক! ডাব কেন করতে হবে? নাটকে তো সাধারণত ডাব করা লাগে না। পরে জানতে পারলাম ‘রিমান্ড’ সিরিজ নয়, সিনেমা হিসেবে মুক্তি দিতে চান তিনি। এটা আমার ভালো লাগেনি। 

চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য আপনি। সম্প্রতি অনুদানের জন্য ছবি আহ্বান করা হয়েছে। কোন ধরনের ছবিকে প্রাধান্য দেবেন?
এই কমিটির সর্বকনিষ্ঠ সদস্য আমি। সবাই আমার সিনিয়র। তাঁরা যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমি মেনে নেব। অবশ্যই তাঁরা দেশের কল্যাণ হয়, দর্শকেরও ভালো লাগে—এমন গল্প নির্বাচিত করবেন বলে মনে করি। এবার তো সবচেয়ে বেশি চলচ্চিত্রকে অনুদান দেওয়া হবে, সেই সঙ্গে দল-মত-নির্বিশেষে ভালো গল্পই নির্বাচিত করা হবে। আশা করছি, চলচ্চিত্রেরও কল্যাণ হবে।

অভিনয়শিল্পী সংঘের নির্বাচিত কমিটিতে ছিলেন। জুলাই আন্দোলনে সংগঠনটির নীরব ভূমিকায় স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন। সামনে  তো সংগঠনটির নির্বাচন, অংশ নিচ্ছেন?
অংশ নেব কিভাবে? আমি তো অব্যাহতি নিয়েছি। এখন তো ভোটাধিকারও নেই আমার। কেউ এটা নিয়ে আলোচনা করেননি, আমিও আগ্রহ দেখাইনি।

গত বছর টাঙ্গাইলে ‘মাস্টার’ ছবির শুটিং করেছিলেন। কবে মুক্তি পাবে ছবিটি?
ওহ! ছবিটির কথা মনে করিয়ে দিলেন। দারুণ একটা কাজ হয়েছে। রেজওয়ান শাহরিয়ার সুমিত নির্মাতা হিসেবে দারুণ। দেখি খোঁজ নেব, জানব ছবিটির আপডেট।

ঈদে কোনো ছবি হলে গিয়ে দেখেছেন?
একটি বাদে সব ছবিই দেখেছি। কোনটা বাদ আছে সেটা বলব না। আগে দেখে নিই। তারপর প্রতিটি নিয়ে আলাদা করে লিখব। আগেই দর্শকের ধন্যবাদ দিতে চাই। তারা আসলেই সিনেমাপ্রেমিক। ঈদের দ্বিতীয় সপ্তাহেও দেখেন হলগুলোতে উপচে পড়া ভিড়। এটা দেখেও ভালো লাগে। আমার কোনো ছবি ঈদে মুক্তি পায়নি, অথচ দেখেন আমিও ছবিগুলো দেখছি। এখন দর্শকের হলে ফেরাটা ধরে রাখতে পারলেই ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যাবে।

নতুন কী কী কাজ করছেন?
ঈদে তো বিপাশা হায়াত আপুর লেখা আরিফ খান ভাইয়ের ‘ঘোর’ নাটক করলাম। আমার সঙ্গে আছেন আফজাল হোসেনের মতো গুণী অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করতে পারাটা অনেক আনন্দের। আগেও তাঁর সঙ্গে পর্দায় উপস্থিত হয়েছি। ‘ঘোর’ নিয়ে দারুণ সাড়া পাচ্ছি। সামনে আরো কয়েকটি নাটক ও সিরিজে যুক্ত হব। তখন আবার জানাব।

Mahfuzur Rahman

Publisher & Editor