পবিত্র মাহে রমজান উপলক্ষে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) নিউইয়র্ক ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলাবাজারের গোল্ডেন প্যালেস মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আজদু মিয়া তালুকদার। সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন মানিকের পরিচালনায় মাহফিলে অতিথি ছিলেন মোবাশ্বর হোসেন চৌধুরী, এডভোকেট নাসিরউদ্দীন, মোহাম্মদ এন মজুমদার, লিয়াকত আলী, শফিউদ্দীন তালুকদার, মো. আব্দুস শহীদ, মো. সামাদ মিয়া জাকারিয়া, রোকন হাকিম, শামীম আহমদ, সাব্বির আহমদ, শেখ জামাল হোসেন, মিয়া আছকির।
কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। হল ভর্তি প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতে মিলনমেলায় পরিণত হয় ইফতার মাহফিল। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মোশারফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ শফিকুর রহমান, কবি আবু তাহের চৌধুরী, মো. বশির মিয়া, তানিম চৌধুরী।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন সাব্বির হোসেন, যুগ্ন আহ্বায়ক মো. রোবেল মিয়া, প্রধান সমম্বয়কারী তাজুল ইসলাম, যুগ্ন সমন্বয়কারী ইমরান আলী টিপু, সদস্য সচিব সৈয়দ মোশাররফ হোসেন।
Publisher & Editor