বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

‘হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে’

প্রকাশিত: ২৩:২২, ১৬ নভেম্বর ২০২৪ | ৩১

হিজড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক ও স্বাস্থ্য সমস্যা নিয়ে কেউ কথা বলে না। তাদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকার নিশ্চিতে সামাজিক প্রেক্ষাপট ও বাধাসমূহ দূর করতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিতে সকলের সচেতনতা প্রয়োজন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) রাজধানীর ডেইলি স্টার ভবনের মিলনায়তনে হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলোচনায় বিশিষ্টজনরা একথা বলেন।

বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার রোধে আমাদের সংবাদমাধ্যম কর্মীদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে এই জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রতিনিয়ত সমন্বিত চেষ্টা অব্যাহত রাখতে হবে। ‘হিজড়া জনগোষ্ঠীর যৌন ও প্রজননস্বাস্থ্য এবং অধিকার’ প্রসঙ্গে এ কে এম আনিসুজ্জামান বলেন, এসডিজি ৩ গোলে পরিবার পরিকল্পনা তথ্য এবং শিক্ষাসহ যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবায় সর্বজনীন প্রবেশাধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, যৌন ও প্রজননস্বাস্থ্যের অধিকারের ক্ষেত্রে সমঅধিকার ও বৈষম্যহীনতা, জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতা, চিন্তা, মত ও মতপ্রকাশের অধিকার, যৌন ও প্রজনন অধিকার, গর্ভধারণ, সন্তান সংখ্যা নির্ধারণ, গর্ভধারণের সময় এবং এ সংক্রান্ত তথ্য জানা ও তা বাস্তবায়নের অধিকার ইত্যাদিকে গুরুত্ব দিতে হবে।

হিজড়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন আলোচনাতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ডিরেক্টর অপারেশন ডা. নিয়াজ মোহাম্মদ চৌধুরী, পিএসটিসির হেড অফ প্রোগ্রামস ডা. মো. মাহবুবুল আলম, প্রথম আলোর সহকারী সম্পাদক পার্থ সারথী সাহা, ডেইলি অবজারভারের সিনিয়র করেসপনডেন্ট মিজানুর রহমানসহ প্রমুখ বক্তব্য দেন।

Mahfuzur Rahman

Publisher & Editor