বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

নতুন বাংলাদেশের জন্য লন্ডনে একমঞ্চে গাইবেন জেমস-হাসান

প্রকাশিত: ০৩:২৮, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০

নতুন বাংলাদেশের জন্য লন্ডনে একমঞ্চে গাইবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস ও হাসান। আগামী ২২ সেপ্টেম্বর ‘কনসার্ট ফর নিউ বাংলাদেশ’ নামের একটি কনসার্টে গাইবেন তাঁরা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহের জন্যই এই আয়োজন।  

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ‌‘আর্ক’ ব্যান্ডের হাসান। এদিকে, গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন নগরবাউল জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর। 

তিনি জানান, ১৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন জেমস ও হাসান। ২২ সেপ্টেম্বর কনসার্টের পরের দিনই ফের ঢাকায় ফিরবেন জেমস।

কনসার্ট ফর নিউ বাংলাদেশের আয়োজক আইওএন টিভি। ভেন্যু লন্ডন রয়েল এজেন্সি। এর মধ্যে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি। 

Mahfuzur Rahman

Publisher & Editor