বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

চার মাসে ১৭৬ শিশু হত্যার শিকার : আইন ও সালিশ কেন্দ্র

প্রকাশিত: ০৫:০৪, ১১ মে ২০২৪ | ১২৪

গত চার মাসে ১৭৬ শিশু হত্যা এবং ২২৬ জন শিশু সহিংসতার শিকার হয়েছে। বুধবার (৮ মে) এ তথ্য জানায় বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্র।

আইন ও সালিশ কেন্দ্র জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল- এই চার মাসে ১৭৬ জন শিশু হত্যার শিকার হয়েছে। সারা দেশে শিশুদের প্রতি বিভিন্ন ধরনের সহিংসতাও বৃদ্ধি পাচ্ছে।

সংস্থাটি জানায়, দেশে ১৭৬ জন শিশু হত্যার মধ্যে ৯৭ বালক ও ৭১ বালিকা রয়েছে। নিহতদের মধ্যে ৮ জন ছেলে না মেয়ে তা চিহ্নিত করা যায়নি। তারা বিভিন্ন কারণে হত্যার শিকার হয়েছে। ৪১ জন হারিয়ে গিয়েছিল, নির্যাতনের পর ২৮ এবং আত্মহত্যা করেছে ৩৬ জন।

সংস্থাটি আরও জানায়, সহিংসতার শিকার ২২৬ শিশুর মধ্যে ১৭০ বালিকা ও ৫৫ বালক রয়েছে। সহিংসতার শিকার হওয়াদের মধ্যে ১ জন ছেলে না মেয়ে তা জানা যায়নি। তাদের মধ্যে যৌন হয়রানির শিকার হয়েছে ১৯, শারীরিক নির্যাতনের শিকার ২৭, ধর্ষণের শিকার ১৫ বালক, ধর্ষণ ৯৩ এবং গণধর্ষণের শিকার হয়েছে ২২ জন।

Mahfuzur Rahman

Publisher & Editor